লিগ কাপ জয়ে শিরোপা খরা ঘুচাল ম্যানইউ
শিরোপা খরা ঘুচল ম্যানচেস্টার ইউনাইটেডের। রবিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে লিগ কাপের ফাইনালে নিউক্যাসল ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়েছে তারা। প্রায় ছয় বছর পর এই প্রথম শিরোপা জয়ের স্বাদ পেল রেড ডেভিলসরা।
নিরপেক্ষ ভেন্যুতে ভালো ফুটবল খেলার উপহার প্রথমার্ধেই পায় ম্যানইউ। ৩৩ মিনিটে দলকে এগিয়ে নেন কাসেমিরো। লুক শোর নিখুঁত সেট-ক্রসে মাথা ছুঁইয়ে লক্ষ্যভেদ করেন ব্রাজিলের তারকা ফুটবলার। ছয় মিনিট বাদে দুর্ভাগ্যের শিকার হয় নিউক্যাসল।
মার্কাস রাশফোর্ডের শট মতো অবস্থান ছিলেন গোলরক্ষক লরিস করিয়াস। কিন্তু তা বোটম্যানের গায়ে লেগে দিক পাল্টে জড়ায় জালে। অর্থাৎ আত্মঘাতী গোলে দ্বিগুণ হয় ম্যানইউর ব্যবধান। শেষতক ২-০ গোলের জয়েই শিরোপা উল্লাসে মাতে তারা। একইসঙ্গে দীর্ঘ হয় নিউক্যাসলের অপেক্ষা, যারা সবশেষ শিরোপা জিতেছে ১৯৬৯ সালে।
এর আগে, ২০১৭ সালে সবশেষ ইউরোপা লিগ জিতেছিল ম্যানইউ। তারপর লিগ কাপেই প্রথম সাফল্য পেল তারা। ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্টে এ নিয়ে ষষ্ঠবার চ্যাম্পিয়ন হলো তারা। তাদের সামনে আরও তিনটি সাফল্য পাওয়ার সুযোগ রয়েছে।
প্রিমিয়ার লিগে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে ম্যানইউ। আগামী বুধবার এফএ কাপের চতুর্থ রাউন্ডে তাদের প্রতিপক্ষ ওয়েস্টহাম ইউনাইটেড। ইউরোপা লিগের শেষ ষোলোতে রেড ডেভিলসরা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে স্পেনের রিয়াল বেটিসকে। এক কথায়, এরিক টেন হ্যাগের কোচিংয়ে দুর্দান্ত ছুটছে ম্যানইউ।
আরএ/