৭০০ গোলের উচ্চতায় মেসি
লিগ ওয়ানে কঠিন পরীক্ষা সহজেই উত্তরে গেল পিএসজি। শিরোপা প্রত্যাশী অলিম্পিক মার্শেইয়ের মাঠে জিতেছে ৩-০ গোলে। তবে সেই জয় ছাপিয়ে আলোচনায় লিওনেল মেসি। কেননা, ৭০০ ক্লাব গোলের উচ্চতায় উঠেছেন ৩৫ বছর বয়সী ফরোয়ার্ড।
আলোচনায় মেসি-এমবাপ্পে জুটিও। রবিবার রাতে দুজনের দারুণ কেমিস্ট্রিতে মার্শেইকে উড়িয়ে দিয়েছে পিএসজি। ম্যাচের ২৫ মিনিট মেসির অ্যাসিস্টে দলকে প্রথম লিড উপহার দেন এমবাপ্পে। ৪ মিনিট বাদেই আর্জেন্টাইন খুদেরাজের ঋণ শোধ করেন তিনি।
ফরাসি তারকার অ্যাসিস্টে ব্যবধান দ্বিগুণ করেন মেসি এবং ইউরোপের শীর্ষ পাঁচ লিগে ৭০০ গোলের মাইফলক স্পর্শ করেন তিনি। দ্বিতীয় ফুটবলার হিসেবে এই কীর্তি গড়লেন আর্জেন্টাইন অধিনায়ক। প্রথমজন, রিয়াল মাদ্রিদের সাবেক মহানায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো।
২০২২ ডিসেম্বরে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন মেসি। প্যারিসের ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ২৮টি গোল করেছেন তিনি। এর আগে বার্সার হয়ে ৭৭৮ ম্যাচে করেন ৬৭২ গোল। যেখানে তিনি ট্রফি জিতেছেন ৩৫টি এবং ব্যালন ডি’অর সাতবার।
ধারণা করা হচ্ছে, আজ রাতে ‘ফিফা দ্য বেস্ট’ অ্যাওয়ার্ড উঠতে চলেছে মেসির হাতে। এর আগের রাতেই নিজেকে অনন্য উচ্চতায় তুললেন তিনি। এমনকি এমবাপ্পেকেও তুলেছেন এডিনসন কাভানির উচ্চতায়। মার্শেই ম্যাচের দ্বিতীয়ার্ধে মেসির অ্যাসিস্টে এবং এমবাপ্পের স্ট্রাইকে দ্বিতীয় গোল পায় পিএসজি।
প্যারিসের ক্লাবটির হয়ে সর্বোচ্চ গোল করার রেকর্ড এখন যৌথভাবে এমবাপ্পে ও কাভানির দখলে। ফরাসি ও উরুগুইয়ান, দুই স্ট্রাইকের গোলসংখ্যা ২০০ করে।
আরএ/