মেসি শৈশবের ক্লাবে ফিরতে চান: আগুয়েরো
লিওনেল মেসির ভবিষ্যত নিয়ে বাড়ছে গুঞ্জন। সেই গুঞ্জনের পালে হাওয়া লাগালেন সার্জিও আগুয়েরো। মেসির সাবেক আর্জেন্টাইন সতীর্থের দাবি-শৈশবের ক্লাব নিউ ওয়েলস বয়েজে ফিরতে চান পিএসজি সুপারস্টার।
আগুয়েরো বলেছেন, ‘মেসি নিউ ওয়েলসের হয়ে খেলার সম্ভাবনা খুব গুরুত্ব সহকারে বিবেচনা করছে।’ অসুস্থতার কারণে ফুটবলকে বিদায় বলেছেন আগুয়েরো, যিনি আর্জেন্টিনা দলে মেসির দীর্ঘ সময়ের সতীর্থ ছিলেন। এমনকি কাতার বিশ্বকাপ চলাকালীন মেসির রুমমেট ছিলেন আগুয়েরো।
দুই আর্জেন্টাইনের বন্ধুত্ব কতটা গভীর তা অজানা নয় ফুটবলপ্রেমিদের। তার আগুয়েরো মেসি সম্পর্কে কিছু বলতে সেটা উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। যদিও তাদের সাবেক আর্জেন্টাইন সতীর্থ ম্যাক্সি রদ্রিগেজ কর্ণপাত করছেন না আগুয়েরোর বক্তব্যে। উল্টো উড়িয়ে দিয়েছেন হেসে।
ম্যাক্সি রদ্রিগেজ বলেছেন, ‘আগুয়েরো হচ্ছে আগুয়েরো। সে চুপ থাকতে পারে না। এটা (মেসির ভবিষ্যত) সম্পর্কে কথা বলা কঠিন। আসুন আমরা অপেক্ষা করি এবং দেখা যাক কি হয়।’
এদিকে, চলতি সপ্তাহের শুরুতে এল’ ইকুইপ তাদের এক প্রতিবেদনে বলেছে, মেসির বাবা হোর্হে মেসি তার ছেলের চুক্তির মেয়াদ বাড়ানো বিষয়ে আলোচনা করেছে পিএসজি ম্যানেজমেন্টের সঙ্গে। একই প্রতিবেদনে বলা হয়, ডেভিড বেকহামের ইন্টার মিয়ামিতেও যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে মেসির।
ভবিষ্যত নিয়ে গুঞ্জনের মধ্যেই বার্সেলোনা সফর করেছেন ৩৫ বছর বয়সী ফরোয়ার্ড। শোনা যাচ্ছে, মেসিকে ফিরে পেতে অভ্যন্তরীন আলোচনা চলছে বার্সায়। যদিও কিছু দিন আগে হোর্হে মেসি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কাতালান ক্লাবে মেসির ফেরার কোনো সম্ভাবনা দেখছেন না তিনি।
বার্সা ছেড়ে দুই বছরের চুক্তিতে পিএসজিতে যোগ দেন মেসি। দুই পক্ষের মধ্যে হওয়া সেই চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৩ জুনে।
এমএমএ/