‘ম্যানইউ যে কাউকে হারাতে পারে’
ইউরোপা লিগে প্রত্যাবর্তনের গল্প লিখেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তাতে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে বার্সেলোনা। প্রিমিয়ার লিগ ক্লাবটি নিশ্চিত করেছে শেষ ষোলো। আরেকটি মঞ্চে শিরোপা দৌড়ে শিষ্যরা আরেক ধাপ এগিয়ে যাওয়ার পর কোচ এরিক টেন হ্যাগ বললেন, ‘ম্যানইউ যে কাউকে হারাতে পারে।’
ইউরোপের দ্বিতীয় টুর্নামেন্টে নকআউট প্লে-অফের প্রথম লেগে ২-২ গোলে ড্র করেছিল বার্সা ও ম্যানইউ। ওল্ড ট্রাফোর্ডে ফিরতি লেগে প্রথমার্ধে এগিয়ে যায় কাতালান ক্লাবটি। কিন্তু দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রতাবর্তনে ২-১ গোলের জয়ে মৌসুমে চার শিরোপা জয়ের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে রেড ডেভিলসরা।
ইংল্যান্ডে ট্রেবল জয়ের সম্ভাবনা রয়েছে ম্যানইউর। আগামী রবিবার লিগ কাপ ফাইনালে তাদের প্রতিপক্ষ নিউক্যাসল ইউনাইটেড। ১ মার্চ রাতে এফএ কাপের পঞ্চম রাউন্ডে তারা ওয়েস্ট হাম ইউনাইটেডের মুখোমুখি হবে। ক্লাবটি প্রিমিয়ার লিগেও শিরোপা জয়ের দৌড়ে টিকে আছে।
টেন হ্যাগের বিশ্বাস, সবকিছু ঠিকঠাক থাকলে অনেক কিছু অর্জন করতে পারবে তার দল। তিনি বলেছেন, ‘দুর্দান্ত একটি রাত ছিল। আমি মনে করি আপনি যখন লা লিগায় রিয়াল মাদ্রিদের চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে থাকা বার্সেলোনাকে হারাতে পারেন, তখন এটি দুর্দান্ত।’
ম্যানইউ কোচ যোগ করেন, ‘আমাদের বড় দলগুলোকে হারানোর ক্ষমতা আছে, আমরা দেখিয়েছি আমরা ম্যানসিটিকে হারাতে পারি, আর্সেনালকে হারাতে পারি, লিভারপুলকে হারাতে পারি। আমরা যদি সবকিছু ঠিকঠাক করতে পারি, নিয়ম মেনে খেলি এবং দলের মনোভাব দেখাই, আমি মনে করি এই দলটি অনেক কিছু অর্জন করতে পারবে।’
এসজি