রাতে বাঁচা-মরার ম্যাচে মুখোমুখি ম্যানইউ ও বার্সা
বিদায় চোখ রাঙাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড ও বার্সেলোনাকে। আজ (২৩ ফেব্রুয়ারি) ইউরোপা লিগের মঞ্চে যেকোনো এক জায়ান্টের পথচলা থমকে যাবে। বাংলাদেশ সময় রাত ২টায় বাঁচা-মরার ম্যাচের মুখোমুখি হবে ম্যানইউ ও বার্সা।
ইউরোপের দ্বিতীয় শীর্ষ টুর্নামেন্টের শেষ ষোলোতে সমতায় রয়েছে দুই দল। ক্যাম্প ন্যুতে প্রথম লেগে ২-২ গোলে ড্র করেছিল তারা। আজ ম্যানইউর মাঠ ওল্ড ট্রাফোর্ডে ফিরতি লেগ খেলতে নামবে বার্সা।
কঠিন ম্যাচের আগে শক্তি হারিয়েছে কাতালান ক্লাবটি। হলুদ কার্ডের কারণে ফিরতি লেগে গ্যাভিকে পাচ্ছে না বার্সা। হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে দল থেকে ছিটকে গেছেন পেদ্রিও। খেলা হচ্ছে না উরুর চোটে পড়া উসমানে দেম্বেলের।
হারানোর ভিড়ে স্বস্তির খবরও আছে বার্সা শিবিরে। ঘরোয়া নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন রোনাল্ড আরাউহো। গোড়ালির ইনজুরি থেকে সেরে উঠেছেন সার্জিও বাসকেতস। জাভিকে সার্ভিস দিতে প্রস্তুত দুই মিডফিল্ডার- ফ্রেঙ্কি ডি ইয়ং এবং ফ্রাঙ্ক কেসিও।
অপরদিকে, শক্তি বেড়েছে ম্যানইউর। প্রথম লেগে নিষেধাজ্ঞার কারণে খেলা হয়নি লিসান্দ্রো মার্টিনেজ এবং মার্সেল সাবিৎজারের। ঘরোয়া ফুটবলে তিন ম্যাচ নিষেধাজ্ঞার শাস্তি ভোগ করেছেন কাসেমিরো, যার ফিরতি লেগে খেলতে কোনো বাধা নেই।
দলীয় শক্তিতে এগিয়ে থাকলেও শিষ্যদের সতর্ক করেছেন এরিক টেন হ্যাগ। ম্যানইউ কোচ বলেছেন, ‘বার্সার মতো দলের বিপক্ষে সেরা খেলাটাই খেলতে হবে, অন্যথায় সুযোগ পাওয়া যাবে না।’
বার্সা বস জাভি বলেছেন, ‘বিশ্বের সেরা স্টেডিয়ামগুলো একটি ওল্ড ট্রাফোর্ড। সেখানে খেলা আনন্দের, আবার কঠিনও। তবে আমরা সাহসী দল, যারা আক্রমণ এবং জিততে পছন্দ করে।’
এসজি