লুকাকুর গোলে উদ্ধার ইন্টার

আক্রমণের পসরা সাজিয়েছিল ইন্টার মিলান। কিন্তু কোনো কিছুতেই মিলছিল না জালের দেখা। তাতে পোর্তোর বিপক্ষে ড্রয়ের শঙ্কা জেগেছিল ইন্টার শিবিরে। অবশেষে সেই শঙ্কা দূর করেন রোমেলু লুকাকু। ম্যাচের শেষ দিকে তার গোলে উদ্ধার হয় ইন্টার।
বুধবার (২২ ফেব্রুয়ারি) রাতে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে লুকাকুর বদৌলতে পোর্তোর বিপক্ষে ১-০ গোলে জিতেছে ইতালিয়ান জায়ান্টরা।
আগামী ১৪ মার্চ পোর্তোর মাঠে ফিরতি লেগ খেলবে নামবে ইন্টার। প্রথম লেগে পিছিয়ে পড়ার আগে গোলের দুটো সুবর্ণ সুযোগ পেয়েছিল পোর্তো। কিন্তু ইন্টার গোলরক্ষক আন্দ্রে ওনানা হতাশ করেন জাইদু সুনাসি এবং মেহদী তেরেমিকে।
সুযোগ হারানো অতিথিরা বড় ধাক্কা খায় দ্বিতীয়ার্ধে। লাল কার্ড দেখেন তাদের পর্তুগিজ মিডফিল্ডার ওতাভিও।
প্রথমার্ধে এক ফাউলে প্রথম হলুদ কার্ড দেখেন স্বাগতিক ফুটবলার।দ্বিতীয়ার্ধে একই ভুলে ওতাভিওকে দ্বিতীয় হলুদ ও লাল কার্ড দেখান রেফারি। এরপরই (৮৬ মিনিটে) দলকে এগিয়ে নেন লুকাকু, যা শোধ দেওয়ার সৌভাগ্য হয়নি সফরকারী পোর্তো।
এমএমএ/
