ফ্রাঙ্কফুর্টের মাঠে জিতে এগিয়ে থাকল নাপোলি
চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবার অংশগ্রহণে নকআউট পর্ব নিশ্চিত করেছে এনট্রাখট ফ্রাঙ্কফুর্ট। কিন্তু শেষ ষোলোর প্রথম লেগে ইতালিয়ান প্রতিপক্ষের বিপক্ষে পাত্তাই পেল না জার্মান ক্লাবটি। ফ্রাঙ্কফুর্টের মাঠে ২-০ গোলে জিতে কোয়ার্টারের ফাইনালে পথে এগিয়ে থাকল নাপোলি।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাতে চিরচেনা আঙিনায় দেখা যায় অচেনা এক ফ্রাঙ্কফুর্টকে। প্রথমার্ধে কেভিন ট্রাপের পেনাল্টি মিসের পরও ছন্দ ফিরে পায়নি স্বাগতিকরা। উল্টো দ্বিতীয়ার্ধে পরিণত হয় ১০ জনের দলে। আগামী ১৫ মার্চ নাপোলির মাঠে ফিরতি লেগই এখন তাদের ভরসা।
চলতি মৌসুমে দারুণ ছন্দে আছে নাপোলি। সিরি’আতে পোক্ত করেছে শীর্ষস্থান। টেবিলের দুইয়ে থাকা ইন্টারের চেয়ে ১৫ পয়েন্ট বেশি তাদের। ঘরোয়া লিগের ছন্দ ইউরোপ সেরা টুর্নামেন্টেও ধরে রেখেছে নাপোলি। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বে ৬ ম্যাচের ৫টি জিতেছে তারা।
এবার নকআউট পর্বও সেরা উপায়ে শুরু করল ইতালিয়ান জায়ান্টরা। ৩৬ মিনিটে গোল করার সুযোগ কাজে লাগাতে পারেননি খভিচা কোয়ারাতসখেলিয়া। তার পেনাল্টি শট রুখে দেন স্বাগতিক গোলরক্ষক ট্রাপ। তবে প্রথমার্ধেই লিড পায় অতিথিরা।
৪০ মিনিটে ম্যাচের গোলখরা ঘুচান ভিক্টর ওসিমহেন। চলতি মৌসুমে এটি তার ২০তম গোল। দ্বিতীয়ার্ধে ফ্রাঙ্কফুর্ট বড় ধাক্কা খায় রান্ডাল কোলো মুয়ানি লাল কার্ড দেখায়। বাজে এক ফাউলের কারণে তাকে সরাসরি লাল কার্ড দেখার রেফারি। এরপর ৬৫ মিনিটে নাপোলির জয়ের ব্যবধান দ্বিগুণ করেন জিওভান্নি ডি লরেঞ্জো।
আরএ/