নেইমারের আবেগী বার্তা, কোচের ক্ষোভ
বিশ্বকাপ পেছনে ফেলে ইউরোপিয়ান ফুটবলে নেইমার। মঞ্চ বদলালেও বদলায়নি ব্রাজিলিয়ান তারকার ভাগ্য। আরও একবার গোড়ালির চোটে মাঠের বাইরে ছিটকে গেছেন ৩১ বছর বয়সী ফরোয়ার্ড। সেই হতাশা থেকে আবেগী বার্তা দিয়েছেন নেইমার। আর শিষ্যের চোটে ক্ষোভ উগড়ে দিলেন কোচ ক্রিস্টোফ গালতিয়ের।
গতকাল রাতে পিএসজির প্রতিপক্ষ ছিল লিলে। পার্ক দেস প্রিন্সেসে লিগ ওয়ানের ম্যাচে ৭ গোলের থ্রিলার জিতেছে ৪-৩ ব্যবধানে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তাদের জয়ের আনন্দ ম্লান হয়ে যায় নেইমারের চোটে। খুব বাজেভাবে মচকে যায় তার গোড়ালি। তাতে কান্নায় ভেসে দ্বিতীয়ার্ধের শুরুতে মাঠ ছাড়েন তিনি।
স্বস্তির খবর হলো, গুরুতর ইনজুরিতে পড়েননি নেইমার। পিএসজি এক বিবৃতিতে বলেছে, ‘লিলের বিপক্ষে খেলার সময় নেইমারের গোড়ালি মচকে গিয়েছিল এবং সোমবার তার এমআরআই স্ক্যান করা হয়েছে। কোনো ফ্র্যাকচার ধরা পড়েনি। ৪৮ ঘণ্টার মধ্যে লিগামেন্ট নতুন করে মূল্যায়ন করা হবে।’
নেইমার কতদিন মাঠের বাইরে থাকবেন সে সম্পর্কে বিস্তারিত জানায়টি ক্লাবটি। গত বছর বিশ্বকাপ চলাকালীনও একই গোড়ালিতে আঘাত পেয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা। বিশ্বমঞ্চে মিস করেছিলেন দুই ম্যাচ। কাতারেও চোট পাওয়ার পর, মাঠ ছাড়ার সময় কান্নায় ভেঙে পড়েন তিনি।
কয়েক মাসের ব্যবধানে একই স্থানে একই রকম আঘাত পাওয়ার পর আবেগী এক বার্তা দিয়েছেন নেইমার। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে আঘাতপ্রাপ্ত গোড়ালির ছবি দিয়ে তার ওপর লিখেছেন, ‘এগেইন অ্যান্ড এগেইন।’
এদিকে, শিষ্যের চোটের পর ঠাসা সূচিকে দুষলেন গালতিয়ের। পিএসজি কোচ ক্ষোভ উগড়ে দেন এভাবে, ‘এটি দুর্ভাগ্য নয়। সবসময় ইনজুরির কারণ থাকে- টানা ম্যাচ খেলার ধকল। এটা হঠাৎ ঘটে যাওয়া কিছু নয়। তার চোট কতটা গুরুতর তা জানতে টেস্ট করা হচ্ছে।’
এমএমএ/