মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫ | ১৯ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

টিভিতে আজ দেখবেন যেসব খেলা

টিভিতে প্রতিদিনের মতো আজও দেখা যাবে পছন্দের খেলা। রয়েছে ভারত-অস্ট্রেলিয়া দিল্লি টেস্টের দ্বিতীয় দিনের খেলা। আজ মেয়েদের টি–টোয়েন্টি বিশ্বকাপে রয়েছে দুটি বড় ম্যাচ। এ ছাড়াও দেখা যাবে বেশকিছু খেলা।

ক্রিকেট
দিল্লি টেস্ট–২য় দিন
ভারত–অস্ট্রেলিয়া
সকাল ১০টা
সরাসরি, স্টার স্পোর্টস ১

মেয়েদের টি–টোয়েন্টি বিশ্বকাপ
ভারত–ইংল্যান্ড
সন্ধ্যা ৭টা
সরাসরি, গাজী টিভি ও স্টার স্পোর্টস ২

দক্ষিণ আফ্রিকা–অস্ট্রেলিয়া
রাত ১১টা
সরাসরি, গাজী টিভি ও স্টার স্পোর্টস ২

পিএসএল
করাচি–কোয়েটা
রাত ৮টা
সরাসরি, সনি স্পোর্টস টেন ৫ ও টি স্পোর্টস

ফুটবল

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল
শেখ রাসেল–রহমতগঞ্জ
বিকাল ৩.১৫ মিনিট
সরাসরি, টি স্পোর্টস

ইংলিশ প্রিমিয়ার লিগ
অ্যাস্টন ভিলা–আর্সেনাল
সন্ধ্যা ৬.৩০ মিনিট
সরাসরি, স্টার স্পোর্টস সিলেক্ট ১ 

চেলসি–সাউদাম্পটন
রাত ৯টা
সরাসরি, স্টার স্পোর্টস সিলেক্ট ১

নটিংহাম ফরেস্ট–ম্যানচেস্টার সিটি
রাত ৯টা
সরাসরি, স্টার স্পোর্টস সিলেক্ট ২

নিউক্যাসল–লিভারপুল
রাত ১১.৩০ মিনিট
সরাসরি, স্টার স্পোর্টস সিলেক্ট ১

লা লিগা

ওসাসুনা–রিয়াল মাদ্রিদ
রাত ২টা, স্পোর্টস ১৮–১ ও র্যাবিটহোল

বুন্দেসলিগা
ফ্রাঙ্কফুর্ট–ব্রেমেন
রাত ১১–৩০ মিনিট
সরাসরি, সনি স্পোর্টস টেন ২

আরএ/

Header Ad
Header Ad

নামাজে ছিলেন, এক ফোন কলে কোটিপতি হলেন প্রবাসী জাহাঙ্গীর  

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশি শ্রমিক জাহাঙ্গীর। ছবিঃ সংগৃহীত

এক ফোন কল, একটিমাত্র সংখ্যা আর তাতেই বদলে গেল সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী এক বাংলাদেশি শ্রমিকের ভাগ্য।

দেশটির শেখ জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালিত শুল্কমুক্ত ‘বিগ টিকেট’ লটারিতে ২০ মিলিয়ন দিরহাম (বাংলাদেশি টাকায় প্রায় ৬৭ কোটি) জিতেছেন জাহাঙ্গীর আলম (৪৪), পেশায় একজন জাহাজ নির্মাণ শ্রমিক।

কঠোর পরিশ্রমে কাটছিল প্রবাসজীবন, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তাও কম ছিল না। তবে সোমবারের সেই ক্ষণে তার জীবনে এল এক অলৌকিক মোড়। নামাজের মাঝেই এল ভাগ্য বদলের ডাক।

গত ১১ ফেব্রুয়ারি, আশা নিয়ে ‘বিগ টিকেট’ লটারির কুপন ১৩৪৪৬৯ কিনেছিলেন তিনি। তিন বছর ধরে টিকিট কিনছিলেন, কিন্তু একবারও জেতেননি। তবুও আশা ছাড়েননি।

সোমবার আবুধাবিতে বিগ টিকেটের ড্র অনুষ্ঠিত হয়। জাহাঙ্গীরের নম্বরটি বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়, কিন্তু তখন তিনি ছিলেন নামাজে। বারবার ফোন বেজে উঠছিল, কিন্তু তিনি কিছুই জানতেন না।

নামাজ শেষে ফোন হাতে নিতেই চমকে যান এক বন্ধু উচ্ছ্বাস নিয়ে জানালেন, “তুমি ২০ মিলিয়ন দিরহাম জিতেছ!”

প্রথমে বিশ্বাস হয়নি। পরে বিগ টিকেট কর্তৃপক্ষের কল পেয়ে নিশ্চিত হলেন এ স্বপ্ন নয়, সত্যি!

জাহাঙ্গীর একা এই টিকেট কেনেননি, তার সঙ্গে ছিলেন আরও ১৪ বন্ধু। সবাই মিলে ভাগ করে কিনেছিলেন টিকেটটি।

তিনি বলেন, “নামাজের সময় সুসংবাদ এল। আমি বিশ্বাস করি, এটা শুধু আমার জন্য নয়, আমাদের ১৪ জনের জন্য এক বিশেষ রহমত।”

জাহাঙ্গীর জানান, এ অর্থ দিয়ে তিনি বন্ধুদের সঙ্গে দুবাইতে ব্যবসা শুরু করতে চান। দীর্ঘদিন শ্রমিকের জীবন কাটানো এই মানুষগুলো এখন উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন।

এদিকে, বাংলাদেশে থাকা তার পরিবারও যেন অবিশ্বাসের ঘোরে! প্রবাসজীবনের প্রতিটি কঠিন মুহূর্ত পেছনে ফেলে জাহাঙ্গীর ও তার বন্ধুরা এখন নতুন ভবিষ্যতের অপেক্ষায়।

Header Ad
Header Ad

মব নিয়ে কড়া বার্তা দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়

ছবি: সংগৃহীত

দেশে আইনশৃঙ্খলা রক্ষা ও নাগরিকদের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলাবাহিনী সক্রিয়ভাবে কাজ করছে, তবে কিছু দিন ধরে মব (সংঘবদ্ধ জনতার নিজের হাতে আইন তুলে নেওয়া) তৈরি করে মানুষের ওপর হামলার ঘটনা বেড়ে গেছে। এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কড়া বার্তা দিয়েছে।

মন্ত্রণালয় জানায়, মবের প্রতিটি ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে বিচার করা হবে। সরকার এমন কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং কেউ যাতে আইন নিজ হাতে তুলে না নেয়, সে জন্য সতর্ক করেছে।

আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে সম্প্রতি চট্টগ্রাম নগরীর পতেঙ্গা আউটার রিং রোডে চেকপোস্টে দায়িত্বরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইউসুফ আলীকে মব তৈরি করে মারধরের ঘটনা উল্লেখ করা হয়েছে। পুলিশ ইতোমধ্যে ওই ঘটনায় জড়িত ১২ জনকে আটক করেছে।

পুলিশকে হেনস্তা করার ঘটনায় পতেঙ্গা থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Header Ad
Header Ad

নিজের তৈরি হেলিকপ্টারে আকাশে উড়লেন মানিকগঞ্জের তরুণ উদ্ভাবক জুলহাস মোল্লা

নিজের তৈরি হেলিকপ্টারে আকাশে উড়লেন মানিকগঞ্জের তরুণ উদ্ভাবক জুলহাস মোল্লা। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের ষাইটঘর তেওতা এলাকার তরুণ উদ্ভাবক জুলহাস মোল্লা তার নিজস্ব ডিজাইনে তৈরি একটি আরসি বিমানে আকাশে উড্ডয়ন করে সকলকে অবাক করেছেন। তার এই অর্জন এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে, এবং স্থানীয় বাসিন্দারা তাকে এবং তার বিমানটিকে দেখতে ভিড় করছেন।

জুলহাস মোল্লার বাড়ি মূলত দৌলতপুর উপজেলার বাঘুটিয়া এলাকায় হলেও নদী ভাঙনের কারণে তার পরিবার বর্তমানে শিবালয় উপজেলার ষাইটঘর তেওতা এলাকায় বসবাস করছে। তিনি ছয় ভাই ও দুই বোনের মধ্যে পঞ্চম। ২০১৪ সালে তিনি জিয়নপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন, তবে আর্থিক সংকটের কারণে পড়ালেখা চালিয়ে যেতে পারেননি। বর্তমানে ঢাকায় ইলেকট্রিক মিস্ত্রির কাজ করছেন ২৮ বছর বয়সী এই তরুণ।

জুলহাসের বাবা জলিল মোল্লা জানিয়েছেন, "ছোটবেলা থেকেই জুলহাস বিভিন্ন প্লাস্টিকের জিনিস কেটে কিছু একটা তৈরি করতে চাইতো। যখন তাকে জিজ্ঞেস করা হত, সে বলতো, একদিন তুমি দেখবে কী বানিয়েছি।" তিনি আরও বলেন, "গত চার বছর ধরে সে বিমান তৈরি করে উড্ডয়নের চেষ্টা করছিল, তবে সফল হতে পারছিল না। কিন্তু এবার তার বিমানটি সফলভাবে উড্ডয়ন করতে সক্ষম হয়েছে। গতকাল যমুনার চরে তার বিমানটি প্রায় ৫০ ফুট উচ্চতায় উঠেছিল এবং আজ সকালে আনুষ্ঠানিকভাবে বিমানটি উড়ানো হয়।"

এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলার জেলা প্রশাসক ড. মানেয়ার হোসেন মোল্লা, যিনি জুলহাসের উদ্ভাবনী কাজের প্রতি সহানুভূতি প্রকাশ করে বলেন, "জুলহাসের গবেষণা কাজে সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করবে। প্রাথমিকভাবে কিছু আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে, যাতে তাকে উৎসাহিত করা যায়।"

এই তরুণ উদ্ভাবকের সাফল্য তার দক্ষতা এবং অনুপ্রেরণার একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে প্রমাণিত হয়েছে, যা ভবিষ্যতে প্রযুক্তি ও উদ্ভাবনে বাংলাদেশের প্রতিভাবান তরুণদের জন্য একটি নতুন দিকের দ্বার উন্মোচন করবে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

নামাজে ছিলেন, এক ফোন কলে কোটিপতি হলেন প্রবাসী জাহাঙ্গীর  
মব নিয়ে কড়া বার্তা দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়
নিজের তৈরি হেলিকপ্টারে আকাশে উড়লেন মানিকগঞ্জের তরুণ উদ্ভাবক জুলহাস মোল্লা
শিক্ষা উপদেষ্টার দায়িত্ব পাচ্ছেন ঢাবি অধ্যাপক সি আর আবরার
যাত্রীদের নিরাপত্তায় মেট্রোরেলের ভেতরে পুলিশ মোতায়েন
ভারতের কারাগারে বন্দি ১০৬৭ বাংলাদেশি এবং পুলিশ লাইনে বন্দিশালার খোঁজ পেয়েছে গুম কমিশন
জনকল্যাণে কাজ করাই বিএনপির মূল লক্ষ্য: আমিনুল হক
মার্কিন গোয়েন্দা প্রধান ও শেখ হাসিনার বৈঠক, যা জানা গেল
৯১ দিনে কোরআনের হাফেজ ৬ বছরের আব্দুর রহমান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে বাধ্যতামূলক ডোপ টেস্ট
উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম
নতুন দলের বেশিরভাগ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে: এম এ আজিজ
রোজাদারকে ইফতার করানোর বিশেষ পুরস্কার
প্রধান উপদেষ্টার আপত্তিতেই ‘ডেভিল হান্ট’ নাম বদলের সিদ্ধান্ত
ভারতের প্রতিশোধ নাকি আবার অস্ট্রেলিয়া?
শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় দুই চা শ্রমিক নিহত, আহত ১৮
নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি চলছে: হাসনাত আব্দুল্লাহ
মার্কিন অনুদান বন্ধে ভারতে ট্রান্সজেন্ডার হাসপাতালগুলোর কার্যক্রম স্থগিত
পদত্যাগ করেছেন ইরানের ভাইস-প্রেসিডেন্ট জাভেদ জারিফ
পুরোনো সংবিধান রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় : নাহিদ ইসলাম