বার্সার চাপে রেফারিরা প্রভাবিত হয়েছে, দাবি ম্যানইউ কোচের
ক্যাম্প ন্যুতে ম্যানচেস্টার ইউনাইটেডের বড় উপকার করেছেন জুলস কৌন্দে। ইউরোপা লিগে শেষ ষোলোর প্রথম লেগে ২-২ ড্রয়ে একটি আত্মঘাতী গোল করেছেন বার্সেলোনা ডিফেন্ডার। সেই কৌন্দে লাল কার্ড না পাওয়ায় চটেছেন এরিক টেন হ্যাগ। ম্যানইউ কোচের মতে, ম্যাচে বার্সার চাপে রেফারিরা প্রভাবিত হয়েছে।
দ্বিতীয়ার্ধে কৌন্দে ফাউল করেছিলেন মার্কোস রাশফোর্ডকে। কিন্তু ম্যানইউর আবেদনে সাড়া দেননি রেফারি মাউরিজিও মারিয়ানি। এমনকি প্রযুক্তি ব্যবহারের পরও অপরিবর্তিত থাকে তার সিদ্ধান্ত। এর কিছুক্ষণ পর কৌন্দের অ্যাসিস্টে স্কোরলাইন ২-২ করেন রাফিনহা। তাই ম্যাচ শেষে ক্ষোভ উগড়ে দেন টেন হ্যাগ।
তিনি বলেন, ‘আমি মনে করি এই ম্যাচে রেফারির একটি বড় প্রভাব ছিল। ওটা রাশফোর্ডের উপর একটি স্পষ্ট ফাউল ছিল। এটি বক্সের মধ্যে বা বাইরে তা নিয়ে আলোচনা করতে পারেন, কিন্তু তারপর (যদি এটি বাইরে হয়) এটি একটি লাল কার্ড, কারণ সে কিপারের সঙ্গে ছিল।’
রেফারির কঠোর সমালোচনা করে ম্যানইউ বস বলেন, ‘রেফারি এমন ভুল করতে পারে না। আমি রেফারিকে জিজ্ঞেস করলাম কেন। সে বলল এটা বক্সের বাইরে ছিল এবং এটা কোনো ফাউল ছিল না। আমি বলেছিলাম, আমার মনে হয় লাইন্সম্যান এবং রেফারি ওটা দেখার জন্য খুব ভালো অবস্থানে ছিল।’
টেন হ্যাগ যোগ করেন, ‘আমাদের ভিএআর আছে। এটি সত্যিই একটি খারাপ সিদ্ধান্ত। আমি বুঝতে পারছি না- হয়তো বার্সেলোনার চাপে তারা প্রভাবিত হয়েছিল কিন্তু ইউরোপের সর্বোচ্চ পর্যায়ে এমনটা হতে পারে না।’
এসজি