নতুন বাড়ির চাবি পেলেন সাফজয়ী ফুটবলার রূপনার মা
সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের সেরা গোলরক্ষক রূপনা চাকমার জন্য দেওয়া বাড়ির চাবি হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে রূপনা চাকমার মা কালাসোনা চাকমার হাতে চাবি হস্তান্তর করেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
এসময় রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এসএম ফেরদৌস ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি বরুণ বিকাশ দেওয়ান, নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সৈয়দা সাদিয়া নূরীয়া, উপজেলা প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মো. আব্দুল মজিদ, ওসি সুজন হালদার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রিপন দাশ, জেলা স্কাউট কর্মকর্তা নুরুল আবছারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে যথাসাধ্য চেষ্টায় রূপনা চাকমার বাড়ি তৈরি সম্পন্ন হয়েছে। আজ বাড়িটি রূপনা চাকমার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে প্রধানমন্ত্রী ঘরের উদ্বোধন করবেন।
এদিকে নতুন ঘরের চাবি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রূপনা চাকমার মা কালাসোনা চাকমা। তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাদের ঘর দিয়েছেন। আমি তাকে ধন্যবাদ জানাই।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থায়নে নির্মিত বাড়িটিতে ৪টি রুম রয়েছে। এর মধ্যে ৩টি বেডরুম, একটি ড্রইং রুম, ডাইনিং স্পেস, রান্নাঘর ও টয়লেট রয়েছে। ৯২৫ বর্গফুট জায়গার উপর বাড়িটি নির্মাণ করা হয়েছে। স্থানীয় হেডম্যান জ্যোতিষ চাকমা ৩০ শতক ভূমি দান করেছেন। বাড়িটি তৈরিতে ব্যয় হয়েছে ১৩ লাখ ৬৮ হাজার টাকা।
প্রসঙ্গত, রূপনার চাকমার গ্রামের বাড়ি রাঙামাটির নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ভূঁইয়াআদামে। সাফ চ্যাম্পিয়ান হওয়ার পর রূপনাদের ভাঙা বাড়ি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে এ নিয়ে আলোচনা উঠে। পরে গত বছরের ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে রূপনার বাড়িতে নতুন ঘর তৈরির উদ্যোগ নেয় স্থানীয় প্রশাসন।
এসজি