এখনো অনেক খেলা বাকি: গার্দিওলা
অবশেষে আর্সেনালকে ধরেছে ম্যানচেস্টার সিটি। গোল ব্যবধানে এগিয়ে থেকে প্রিমিয়ার লিগ টেবিলে শীর্ষস্থানও দখলে নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তাতে স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন পেপ গার্দিওলা। একইসঙ্গে সতর্ক করলেন শিষ্যদের। ম্যানসিটি কোচের বলেছেন, ‘এখনো অনেক খেলা বাকি আছে।’
বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাতে আর্সেনালকে ৩-১ গোলে হারিয়ে শীর্ষস্থান দখলে নিয়েছে ম্যানসিটি। ম্যাচ শেষে গার্দিওলা বলেছেন, ‘ম্যাচটি ফিফটি-ফিফটি ছিল। তাদের বিপক্ষে খেলা সহজ নয়, কারণ তারা সত্যিই দারুণভাবে গড়ে উঠেছে। তবে আমরা ম্যাচে ছিলাম এবং শেষ পর্যন্ত আমাদের খেলোয়াড়দের মান পার্থক্য গড়ে দেয়।’
ইংল্যান্ডের টপ-ফ্লাইটে দুই দলের পয়েন্ট সমান ৫১। ম্যানসিটি খেলেছে ২৩ ম্যাচ, আর্সেনাল ২২টি। অর্থাৎ টেবিলের দুইয়ে নেমে গেলেও এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে গানারদের সামনে। তাই পুরোপুরি স্বস্তিতে থাকতে পারছেন না ম্যানসিটি কোচ, ‘এখনো অনেক খেলা বাকি আছে।’
একের পর এক হোঁচটে আর্সেনালই ম্যানসিটিকে সুযোগ দিয়েছে তাদের কাছে আসার। এখন যেহেতু টেবিলের চূড়ায় উঠেছে দল, সেহেতু আরও সতর্ক থাকছেন গার্দিওলা। সতর্ক করলেন শিষ্যদেরও। স্প্যানিশ এই কোচ বলেছেন, ‘তারা পয়েন্ট হারিয়েছে। এখন আমরা লিগের শীর্ষে। তবে এখন পর্যন্ত তারা আমাদের চেয়ে ভালো ফল পেয়েছে- এটাই বাস্তবতা।’
এসজি