ক্লাব কিংবদন্তি রাউলকে টপকে গেলেন বেনজেমা
সান্তিয়াগো বার্নাব্যুতে এলচেকে নিয়ে ছেলেখেলা করেছে রিয়াল মাদ্রিদ। দুর্বল প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে ৪-০ গোলে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) লা লিগায় দলের জয়ের রাতে পেনাল্টি থেকে জোড়া গোল করেছেন করিম বেনজেমা। তাতে ক্লাব কিংবদন্তি রাউলকে টপকে গেলেন ফরাসি স্ট্রাইকার।
হোম ম্যাচে রিয়ালের গোলের খাতা খুলেন মার্কো আসেনসিও। অষ্টম মিনিটে জালের দেখা পান তিনি। ৮০ মিনিটে এলচের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন লুকা মদ্রিচ। এর আগে প্রথমার্ধে স্পট-কিক থেকে জোড়া গোল করেন বেনজেমা। প্রথমটি ৩১ মিনিটে। দ্বিতীয়টি যোগ করা সময়ে।
স্প্যানিশ লিগে রিয়ালের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৩০ গোলস্কোরার এখন বেনজেমা। রেকর্ডটি এতদিন ছিল রাউলের দখলে। তিনি করেছিলেন ২২৮ গোল। তালিকার শীর্ষে ক্রিশ্চিয়ানো রোনালদো। রিয়ালের জার্সিতে লিগে ৩১১ গোল করেছেন পর্তুগিজ যুবরাজ।
বেনজেমার প্রশংসায় রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, ‘বেনজেমা একজন স্ট্রাইকারের চেয়ে অনেক বেশি। সে খুবই পরিপূর্ণ একজন খেলোয়াড়। তার চমৎকার একটি ক্যারিয়ার রয়েছে এবং আশা করি সে এটা (গোলসংখ্যা) আরও বাড়াবে।’
এসজি