আর্সেনালকে হারিয়ে শীর্ষে ফিরল ম্যানসিটি

প্রিমিয়ার লিগ জমিয়ে তুলল ম্যানচেস্টার সিটি। আর্সেনালকে ৩-১ গোলে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠেছে সিটিজেনরা। দুই দলের পয়েন্ট সমান ৫১। গোল ব্যবধানে এগিয়ে থেকে সবার উপরে আছে পেপ গার্দিওলার দল। তবে গানারদের চেয়ে একটি ম্যাচ বেশি খেলেছে ম্যানসিটি।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাতে বল দখলে আধিপত্য ছিল আর্সেনালের। ৬৩ শতাংশ সময় বল দখলে রাখলেও আক্রমণে ম্যানসিটির ধারেকাছেও ছিল না স্বাগতিকরা। সিটিজেনরা গোলমুখ বরাবর শট নেয় ৯টি। বিপরীতে মাত্র ১টি অন-শট নিতে পারে মিকেল আর্তেতার শিষ্যরা।
আক্রমণাত্মক ফুটবলে প্রথমে এগিয়ে যায় ম্যানসিটি। ২৪ মিনিটে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের লিড উপহার দেন কেভিন ডি ব্রুয়েন। যদিও লিড আগলে বিরতিতে যাওয়ার সৌভাগ্য হয়নি তাদের। ৪২ মিনিটে আর্সেনালকে সমতায় ফেরান বুকায়ো সাকা।
দ্বিতীয়ার্ধে ম্যানসিটিকে ধরে রাখতে পারেনি আর্সেনাল। জ্যাক গ্রিলিশের ৭২ মিনিটের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় অতিথিরা। এর ১০ মিনিট পর স্কোরলাইন ৩-১ করেন আর্লিং হালান্ড।
এসজি
