কাজাখস্তানে ইমরানুরের গতিতে উড়ল লাল-সবুজ পতাকা
বড় মঞ্চে সেরা সাফল্য পেলেন ইমরানুর রহমান। কাজাখস্তানে গতির ঝড় তুলে লাল-সবুজ পতাকা উড়িয়েছেন বাংলাদেশের এই দ্রুততম মানব। এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনালি হাসি হেসেছেন তিনি। শনিবার (১১ ফেব্রুয়ারী) নিজেকে ছাড়িয়ে যাওয়ার দিনে ইমরানুর শ্রেষ্ঠত্বের মুকুট পড়েছেন ৬০ মিটার স্প্রিন্টে।
হিটে ইমরানুরের টাইমিং ছিল ৬ দশমিক ৭০ সেকেন্ড। সেমিফাইনালে অল্পের জন্য দ্বিতীয় হন ৬ দশমিক ৬১ সেকেন্ড টাইমিংয়ে। তবে ৬০ মিটার স্প্রিন্টে শেষ পর্যন্ত স্বর্ণ পদক হাতিয়ে নিয়েছেন ২৯ বছর বয়সী এই অ্যাথলেট। সেরা হয়েছেন ৬ দশমিক ৫৯ সেকেন্ড টাইমিংয়ে।
বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর পেছনে ফেলেছেন হংকংয়ের দুই প্রতিপক্ষকে। এই ইভেন্টে ৬ দশমিক ৬৫ সেকেন্ডে দৌঁড় শেষ করেছেন শাক কাম চিং। তৃতীয় হওয়া লি হং কিট নেন ৬ দশমিক ৭৭ সেকেন্ড সময়।
এসআইএইচ