এফএ’র কাঠগড়ায় ম্যানইউ ও ক্রিস্টাল

ইউরোপিয়ান ফুটবলে ‘অশোভন’ আচরণে জিরো টলারেন্স লিগ কর্তৃপক্ষের। এটা জেনেও প্রিমিয়ার লিগে সংঘর্ষে লিপ্ত হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড এবং ক্রিস্টাল প্যালেস। অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) কাঠগড়ায় এই দুই ক্লাব।
গত ৪ ফেব্রুয়ারি ওল্ড ট্রাফোর্ডে লিগ ম্যাচে মুখোমুখি হয় ম্যানইউ ও ক্রিস্টাল। নিজেদের আঙিনায় ২-১ ব্যবধানে জিতে এরিক টেন হ্যাগের দল। জয়ের রাতে সরাসরি লাল কার্ড দেখেন কাসেমিরো। সেই ঘটনা নিয়েই তদন্তে নেমেছে এফএ।
ম্যাচটির ৬৭তম মিনিটে বাজে এক ফাউলের শিকার হন অ্যান্থনি। পরক্ষণেই ছুটে গিয়ে উইল হিউজের গলা টিপে ধরেন কাসেমিরো। ব্যস তাতেই শুরু ধাক্কাধাক্কি। অতঃপর দুই দলের ধস্তাধস্তি। পরিস্থিতি শান্ত করতে ম্যাচ অফিশিয়ালদের রীতিমতো হিমশিম খেতে হয়।
এফএ এক বিবৃতিতে বলেছে, ‘অভিযোগ করা হয়েছে যে উভয় ক্লাব তাদের খেলোয়াড়দের উসকানিমূলক আচরণ থেকে বিরত রাখতে পারেনি। এ ছাড়া আরও অভিযোগ উঠেছে, ম্যানইউ তার খেলোয়াড়দের সহিংস আচরণ থেকে দূরে সরিয়ে রাখতে ব্যর্থ হয়েছে।’
অভিযোগের বিপরীতে ব্যাখ্যা দিতে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত সময় পেয়েছে দুই ক্লাব। তাদের জবাব দেওয়ার পরই পরবর্তী সিদ্ধান্ত নেবে এফএ।
এসজি
