পিএসজির বিদায় ঘণ্টা বাজাল মার্শেই

লিগ ওয়ানে এগিয়ে যাচ্ছে পিএসজি। তাদের পিছু নিয়েছে অলিম্পিক মার্শেই। কিন্তু কিছুতেই কমছে না দূরত্ব। লিগ ওয়ানে এই মুহূর্তে ধরাছোঁয়ার বাইরে থাকলেও ফরাসি কাপে ফরাসি জায়ান্টদের রুখে দিয়েছে মার্শেই। ২-১ গোলের জয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়েছে পিএসজিকে।
টুর্নামেন্টে সর্বোচ্চ ১৪ বারের চ্যাম্পিয়ন পিএসজি। মার্শেই জিতেছে দ্বিতীয় সর্বোচ্চ ১০ বার। তারা সবশেষ সাফল্য পেয়েছে ১৯৮৯ সালে। তাই বুধবার রাতে শেষ ষোলোর ম্যাচে ‘নিরঙ্কুশ’ ফেবারিট ছিল মেসি-নেইমারদের সমন্বয়ে গড়া ক্রিস্টোফ গালতিয়েরের দল।
কিন্তু প্রতিপক্ষের আঙিনায় ফেবারিটদের মতো লড়তে পারেনি মেসি-নেইমাররা। বল দখলে এগিয়ে থাকলেও পিছিয়ে ছিল আক্রমণে। এমনকি গোল হজম করে প্রথমে। ৩১ মিনিটের মার্শেইকে এগিয়ে নেন চিলিয়ান ফরোয়ার্ড অ্যালেক্সিস সানচেজ।
ম্যাচে সমতা টেনেই বিরতিতে যায় পিএসজি। নেইমারের অ্যাসিস্টে স্কোরলাইন ১-১ করেন সার্জিও রামোস। এরপর ৫৭ মিনিটে ফের পিছিয়ে পড়ে ফরাসি জায়ান্টরা। সেই গোল আর শোধ দিতে পারেনি গালতিয়েরের শিষ্যরা এবং বিদায় নেয় ফরাসি কাপ থেকে।
চলতি মাসেই ফের মুখোমুখি হতে যাচ্ছে দুই দল। সেটা লিগ ওয়ানে। আরও একবার মার্শেই’র মাঠে আতিথেয়তা নেবে ৮ পয়েন্টে এগিয়ে থাকা পিএসজি।
আরএ/
