টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ওভালে
ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে (ডব্লিউটিসি) এখনো ফাইনালিস্ট নির্ধারণ হয়নি। লড়াই চলছে টেবিলের সেরা দলের মধ্যে। ফাইনালিস্ট না পেলেও বুধবার (৮ ফেব্রুয়ারি) ফাইনালের ভেন্যু ও দিনক্ষণ ঠিক করে ফেলেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শিরোপার লড়াই হবে দ্য ওভালে। লন্ডনের এই ভেন্যুতে ফাইনাল হবে ৭ থেকে ১১ জুন পর্যন্ত।
ফাইনালে থাকছে রিজার্ভ ডে। কোনো কারণে কোনো দিনের খেলা পরিত্যক্ত হলে ম্যাচ গড়াবে ১৩ জুন পর্যন্ত। ডব্লিউটিসির দ্বিতীয় চক্রে এই মুহূর্তে টেবিলের শীর্ষস্থান দখলে রেখেছে অস্ট্রেলিয়া। তাদের ঝুলিতে জমা পড়েছে ৭৫.৫৬ শতাংশ পয়েন্ট। দুইয়ে থাকা ভারতের পয়েন্ট ৫৮.৯৩ শতাংশ।
৯ দলের টেবিলের শীর্ষ দুই দল বোর্ডার-গাভাস্কার ট্রফির লড়াইয়ে নামার অপেক্ষায় রয়েছে। ভারত-অস্ট্রেলিয়ার চার ম্যাচ সিরিজের প্রথম টেস্ট নাগপুরে শুরু হবে ৯ ফেব্রুয়ারি। টেস্ট চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত ফাইনালিস্ট নির্ধারণে এই সিরিজের ফল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা ডব্লিউটিসি টেবিলে যথাক্রমে তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে। তাদেরও ফাইনাল খেলার ক্ষীণ সম্ভাবনা রয়েছে। চলমান চক্রে নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার দুটি টেস্ট বাকি রয়েছে। আর দক্ষিণ আফ্রিকার শেষ অ্যাসাইনমেন্ট ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের হোম সিরিজ।
উল্লেখ, টেস্ট চ্যাম্পিয়শিপের প্রথম সংস্করণের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড। সাউদাম্পটনে ২০২১ ফাইনালে ভারতকে ৮ উইকেটে হারায় কিউইরা।
এসজি