উইম্বলডনে রাশিয়ান-বেলারুশিয়ানদের চান না ইউক্রেনীয় খেলোয়াড়
গত মৌসুমে উইম্বলডনে খেলার অনুমতি পায়নি রাশিয়ান ও বেলারুশিয়ান খেলোয়াড়রা। এ বছর কি হবে তা এখনো জানা যায়নি।
তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত জানানোর আগেই ইউক্রেনীয় টেনিস খেলোয়াড় এলিনা সভিটোলিনা বলে রাখলেন, উইম্বলডনে রাশিয়ান-বেলারুশিয়ানদের চান না তিনি।
ইউক্রেনে মস্কোর আক্রমণের কারণে সবশেষ উইম্বলডনে নিষিদ্ধ ছিলেন দুই দেশের খেলোয়াড়রা। যদিও এই সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করেন অনেকে। যাদের মধ্যে ছিলেন নোভাক জোকোভিচও। অপরদিকে, সভিটোলিনার দাবি যে গত বছরের নিষেধাজ্ঞায় কোনো কিছুই পরিবর্তন হয়নি।
ইউক্রেনীয় এই টেনিস খেলোয়াড় ২০১৭ সালে ক্যারিয়ার সেরা তিন নাম্বার র্যাঙ্কিংয়ে উঠেছিলেন। গত বছর প্রথম সন্তান জন্ম দেওয়ার পর থেকে তাকে কোর্টে দেখা যায়নি। কোর্টের বাইরে থেকেই রাশিয়ান ও বেলারুশিয়ান খেলোয়াড়দের বিরুদ্ধে আওয়াজ তুললেন তিনি।
সভিটোলিনা বলেছেন, ‘আমি আশা করি উইম্বলডন কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা অব্যাহত রাখবে। আমি মনে করি না এটি পরিবর্তন করা উচিত হবে। (ইউক্রেনে) এখনো মানুষ কষ্ট পাচ্ছে এবং এখনও রাশিয়ান সৈন্যরা নিরীহ ইউক্রেনীয়দের হত্যা করছে। যুদ্ধ চলছে। তাই সিদ্ধান্ত ভিন্ন হওয়ার উচিত নয়।’
উইম্বলডনে নিষিদ্ধ হলেও ফ্রেঞ্চ, ইউএস এবং অস্ট্রেলিয়ান ওপেনে খেলছে রাশিয়া ও বেলারুশের খেলোয়াড়রা। তবে দেশের পতাকায় নিয়ে নয়, নিরপেক্ষ হয়ে খেলতে হচ্ছে তাদের। উইম্বলডন আয়োজক অল ইংল্যান্ড টেনিস ক্লাব এখনও জানায়নি যে তারা এ বছর কী সিদ্ধান্ত নেবে।
এমএমএ/