হোবার্টে দ্বিতীয় দিন উইকেট বৃষ্টি
হোবার্টে চলছে বোলারদের রাজত্ব। দ্বিতীয় দিন ছিল উইকেট বৃষ্টি। পড়েছে ১৭টি। একই দিনে দ্বিতীয়বারের মতো ব্যাট করতে নেমেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। দুই ইনিংস মিলে তাদের উইকেট পড়েছে ৭টি। প্রথম ইনিংসের শেষ ৪টির সঙ্গে দ্বিতীয় ইনিংসের প্রথম ৩টি। তাদের সংগ্রহ ৩ উইকেটে ৩৭। তার আগে ইংল্যান্ড ১৮৮ রান করে আউট হয়ে যায়। ইংল্যান্ডকে অলআউট করার আগে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে অলআউট হয়েছিল ৩০৩ রানে। তারা খেলতে নেমেছিল ৬ উইকটে ২৪১ রান নিয়ে।
বোলারদের এমন দাপটের কারণে ম্যাচে এখনো সুষ্পষ্ট করে কারো প্রাধান্য বিস্তার হয়নি। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ১১৫ রানে এগিয়ে থাকলেও দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে সেই সুবিধা হারিয়েছে। তারা এগিয়ে আছে ১৫২ রানে। হাতে আছে ৭ উইকেট।
হোবার্ট টেস্টের প্রথম দিন ছিল বৃষ্টি বিঘ্নিত। স্বাগতিকরা ৫৯.৩ ওভার খেলে ট্রাভিস হেডের (১০১) সেঞ্চুরির পরও ৬ উইকেটে ২৪১ রান করেছিল। কিন্তু আজ দ্বিতীয় দিন তারা খুব বেশি সময় টিকতে পারেনি। ১৬.১ ওভারে ৬২ রান যোগ করে অলআউট হয়ে যায়। নাথান লিয়ন করেন সর্বোচ্চ ৩১ রান। ইংল্যান্ডের হয়ে ব্রড ৫৯ ও মার্ক উড ১১৫ রানে ৩টি করে উইকেট। ২টি করে উইকেট নেন রবিনসন ও ওয়াকস। মাত্র ৪৭.৪ ওভারে ১৮৮ রানে অলআউট হয় তারা।
ব্যাট করতে নেমে ইংল্যান্ড সিরিজে তাদের ব্যর্থতার বৃত্ত থেকে বের হয়ে আসতে পারেনি। মিচেল স্টার্ক (৪/৪৫) আর দলপতি কামিন্স (৫৩) মিলেই ইনিংসের অর্ধেক ধসিয়ে দেন। শতরানের আগেই তারা হারায় ৫ উইকেট। বাকি কাজ সারেন বোল্যান্ড (১/৩৩) ও ক্যামেরুন গ্রিন (১/৪৫)। সর্বোচ্চ ৩৬ রান আসে বোলার ওয়াকসের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান করেন দলপতি রুট। ২৯ রান করেন অভিষেক টেস্ট খেলতে নামা সাম বিলিংস। ২৫ রান আসে মালানের ব্যাট থেকে।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়াও বিপদে পড়ে। ওয়ার্নার উভয় ইনিংসে শূন্য রানে আউট হন। প্রথম ইনিংসে তিনি ২২ বল খেলে কোনো রান করতে পারেননি। এবার টিকে ছিলেন ৬ বল। তাকে শূন্য রানে আাউট করেন ব্রড। লাবুশানকে ৫ রানে ফিরিয়ে দেন ওয়াকস। আগের টেস্টের উভয় ইনিংসে শতরান হাঁকানো ওসমনা খাজা আউট হন ১১ রানে। তাকে আউট করেন মার্ক উড। প্রথম ইনিংসে তিনি ৬ রান করেছিলেন। স্টিভেন স্মিথ ১৭ ও নাইট ওয়াচ ম্যান বোল্যান্ড ৩ রান নিয়ে আগামীকাল আবার ব্যাট করতে নামবেন।
এমপি/এসআইএইচ