মাশরাফির ফিরে আসার অপেক্ষায় সিলেট স্ট্রাইকার্স
মাশরাফি বিন মর্তুজা যেন জাদুর কাঠি। তার পরশে মরা গাঙেও জোয়ার চলে আসে। বিপিএলে যে সিলেট বিভিন্ন সময় বিভিন্ন মলিকানায় নাম পরিবর্তন করে অংশ নিলেও ভাগ্যের পরিবর্তন করতে পারেনি। শিরোপা জেতা দূরের কথা, ফাইনালই খেলতে পারেনি। বিপিএলে সিলেটই একমাত্র দল যারা এখন পর্যন্ত কোনো আসরের ফাইনাল খেলতে পারেনি। এবার সেই খরা কাটাতে তারা এগিয়ে চলেছে দুর্বার গতিতে। যেখানে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন মাশরাফি।
আসরের শুরু থেকেই সিলেট আছে পয়েন্ট টেবিলের শীর্ষে। কোয়ালিফায়ার-১ এ তাদের খেলার সম্ভাবনা খুব বেশি। সেজন্য দরকার আর একটি মাত্র জয়। হাতে আছে তিন ম্যাচ। কিন্তু এরই মধ্যে ‘শনি’ এসে ভর করেছে শিবিরে। ইনজুরিতে পড়েছেন পথ প্রদর্শক মাশরাফি। সিলেটে নিজেদের শেষ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে বোলিং করার সময় তিনি হাঁটুতে চোট পেয়েছিলেন। এরপর আর বোলিংই করতে পারেননি। ২.১ ওভারে ১২ রান দিয়ে উইকেটশূন্য থেকে তিনি মাঠ ছাড়েন। এখন অপেক্ষা মাশরাফির ফিরে আসার। কারণ সিলেটের পরের ম্যাচে তাকে পাওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
সিলেট থেকে রাজধানীতে ফিরে আসার পর বিপিএল আবার মাঠে গড়াবে আগামীকাল (৩ ফেব্রুয়ারি)। সিলেট মাঠে নামবে তার পরদিন। প্রতিপক্ষ রংপুর রাইডার্স। এই রংপুরই একমাত্র দল যারা এবারের আসরে সিলেটকে নাকানি-চুবানি খাইয়ে হারিয়েছিল। তাও সিলেটের মাঠেই। সিলেটের জন্য তাই প্রতিশোধ নেওয়ার পালা। কিন্তু নেতাবিহীন সেই লক্ষ্য পূরণ অনেকটা কঠিনই হবে সিলেটের জন্য।
মাশরাফির ইনজুনি নিয়ে বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) মিরপুর একাডেমি মাঠে অনুশীলন শেষে সিলেট স্ট্রাইকার্সের প্রধান কোচ রাজিন সালেহ বলেন, আজকে রাতে আমরা আপডেটটা জানতে পারব। ফিজিওর সঙ্গে বসব একটা মিটিং আছে। তারপর বুঝতে পারব মাশরাফি ম্যাচ খেলতে পারবে কি না।
এমপি/এসজি