আল নাসেরের হারে কাঠগড়ায় রোনালদো

বড় নাম, তাই বড় দাম। তবুও দ্বিতীয়বার ভাবেনি আল নাসের। সুযোগ পেয়ে লুফে নিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোকে। পর্তুগিজ যুবরাজকে ঘিরে তাদের প্রত্যাশা আকাশচুম্বী। বলা হচ্ছিল, শুধু ক্লাব নয়, সৌদির ফুটবল বদলে যাবে সিআরসেভেনের আগমনে। যাকে নিয়ে এত জল্পনা-কল্পনা, আল নাসেরের হারে সেই রোনালদো এখন কাঠগড়ায়।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সৌদির রিয়াদে দুঃস্বপ্নের এক রাত পার করেছেন রিয়াল মাদ্রিদের সাবেক মহানায়ক। কিং ফাহাদ স্টেডিয়ামে সৌদি সুপার কাপে আল-ইত্তিহাদের বিপক্ষে সেমিফাইনালে আল নাসের হেরেছে ৩-১ ব্যবধানে। অথচ প্রথমার্ধে গোলের সুবর্ণ সুযোগ পেয়েছিলেন রোনালদো। সেই সুযোগ হাতছাড়া করায় কোচ রুডি গার্সিয়ার অভিযোগের আঙুল এখন তার দিকে।
ম্যাচের পঞ্চদশ মিনিটে আল-ইত্তিহাদকে প্রথম লিড উপহার দেন রোমারিনহো। রোনালদো আল নাসেরকে সমতায় ফেরাতে ব্যর্থ হওয়ার পর, প্রথমার্ধে আরও একটি গোল হজম করে তারা। ৬৭ মিনিটে একটি শোধ দিয়েছিলেন টালিস্কা। কিন্তু ইনজুরি টাইমে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে তাদের প্রতিপক্ষ। দলের এমন হারের পর গার্সিয়ার অভিযোগ, রোনালদোর সুযোগ মিস বদলে দিয়েছে ম্যাচের গতিপথ।
আল নাসের কোচের ভাষ্য ছিল ঠিক এমন, ‘একটি জিনিস যা ম্যাচের গতিপথ পরিবর্তন করেছে, সেটা হলো প্রথমার্ধে ক্রিশ্চিয়ানো রোনালদোর সুযোগ মিস করা।’
এসজি
