৪ মিনিটের ঝড়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বিলবাও
লা লিগা চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠেছে অ্যাথলেটিক বিলবাও। পিছিয়ে পড়ার পরও ২-১ গোলে জয় পেয়েছে বিলবাও। ফাইনালে রিয়াল মাদ্রিদের মোকাবেলা করবে বিলবাও।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রিয়াদের কিং ফাহাদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই
সেমিফাইনাল ম্যাচের বয়স যখন ঘন্টার কাটা পার করে তখনই গোল হজম করে পিছিয়ে পড়ে বিলবাও। দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে হোয়াও ফেলিক্সের জোড়ালো শটের বল গোল রক্ষক উনাই সিমোনের গায়ে লেগে জালে বল জড়ায়। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় মাদ্রিদ।
কিন্তু শেষ ভাগে মাত্র মাত্র চার মিনিটের মধ্যে দুটি গোল করে ম্যাচটি নিজেদের করে নেয় বিলাবও। ৭৭ মিনিটে অধিনায়ক ইকার মুনিয়াইনে কর্নারের বল জোড়ালো হেডে জালে জড়িয়ে দলকে সমতায় ফেরান ইয়েরে আলবারেজ। তিন মিনিট পর রেনান লোদি ও অ্যাটলেটিকোর অধিনায়ক কোকেকে পরাস্ত করে দারুন শটে জয়সূচক গোল করেন টিনএজ তারকা নিকো উইলিয়ামস।
এর আগে গত বুধবার বার্সেলোনাকে ৩-২ গোলে হারিয়ে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। রবিবার (১৬ জানুয়ারি) রিয়াদে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।
এসআইএইচ/