ম্যানসিটিকে পাত্তা দেয় না আর্সেনাল: মার্টিন ওডেগার্ড

সবশেষ এক যুগে প্রিমিয়ার লিগে সবচেয়ে সফল দল ম্যানচেস্টার সিটি। ইংল্যান্ডে টপ-ফ্লাইটে তাদের হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আর্সেনাল।
আচমকা গানারদের উত্থান নজর কেড়েছে সবার। এমনকি কয়েকগুণ আত্মবিশ্বাস বেড়েছে খেলোয়াড়দেরও। তাই অধিনায়ক মার্টিন ওডেগার্ডের উচ্চকণ্ঠ, ‘ম্যানসিটিকে পাত্তা দেয় না আর্সেনাল।’
লিগে গানারদের সবশেষ জয় এসেছে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ১৩ বারের চ্যাম্পিয়ন রেড ডেভিলসরা। গতকাল রবিবার রাতে ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে পিছিয়ে পড়েও তাদের বিপক্ষে ৩-২ ব্যবধানে জিতেছে আর্সেনাল।
লিগ টেবিলের শীর্ষে থাকা মিকেল আর্তেতার দল ম্যানসিটির চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে আছে। ১৯ ম্যাচে অর্ধশত পয়েন্ট নিয়ে নাম্বার ওয়ান পজিশনে আছে আর্সেনাল। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের থেকে একটি ম্যাচ কম খেলেছে তারা। সিটিজেনদের সমান ম্যাচ শেষে চারে থাকা ম্যানইউর পয়েন্ট ৩৯।
প্রিমিয়ার লিগে এর আগে মাত্র তিনবার শিরোপার স্বাদ পেয়েছে আর্সেনাল: ১৯৯৭-৯৮, ২০০১-০২ এবং ২০০৩-০৪ মৌসুমে। অর্থাৎ দীর্ঘ সময় পর অবিশ্বাস্য উত্থানে ফের ইংল্যান্ডের টপ-ফ্লাইটে শিরোপা জয়ের স্বপ্ন দেখছে গানাররা। সেই আত্মবিশ্বাস কতটা বেশি তার স্পষ্ট ওডেগার্ডের মন্তব্যে।
আর্সেনাল অধিনায়ক বলেছেন, ‘সত্যি বলতে, আমরা সিটি বা অন্য কোনো দলকে পাত্তা দেই না। আমরা শুধু আমাদের (ম্যানইউর বিপক্ষে) খেলায় ফোকাস করেছি, এখানে এসে জেতার জন্য এবং আমরা সেটাই করেছি। আমরা যেভাবে ম্যাচটি জিতেছি তা আমাদের একটি বিশেষ অনুভূতি দেয়, যা এগিয়ে যেতে সাহায্য করবে।’
এমএমএ/
