‘ধীরগতি’র বার্সার উপর বিরক্ত জাভি

শীর্ষস্থান হাতছাড়া হয়নি। পয়েন্টও হারাতে হয়নি। তবে গেটাফের বিপক্ষে এসেছে ধীরগতির জয়। তাতে নিজ দল বার্সেলোনার শিষ্যদের ওপর চরম বিরক্ত জাভি হার্নান্দেজ।
রবিবার (২২ জানুয়ারি) রাতে চিরচেনা ক্যাম্প ন্যুতে গেটাফে ম্যাচে বার্সার আক্রমণভাগকে দেখা যায় অচেনা রূপে। ম্যাচজুড়ে বল দখলে একচেটিয়া আধিপত্য ছিল স্বাগতিকদের। কিন্তু ৬৮ শতাংশ সময় বল দখলে রাখলেও স্প্যানিশ জায়ান্টদের ফরোয়ার্ডরা ছিলেন নিজেদের ছায়া হয়ে।
সবমিলে মাত্র ৮টি শট নিতে পারে বার্সা। লক্ষ্যে ছিল ৪টি, যার একটিতে প্রথমার্ধে জাল খুঁজে নেন পেদ্রি। ২০ বছর বয়সী তরুণ স্প্যানিশ মিডফিল্ডারের উপহার দেওয়া লিড আগলে রেখেই মাঠ ছাড়ে কাতালান ক্লাবটি। ১৭ ম্যাচে ৪৪ পয়েন্টে এখনো তারা লিগ টেবিলের শীর্ষে।
তবে জাভি এখনো খুঁজে পাচ্ছেন না বার্সার সেরা পারফরম্যান্স। তাই গেটাফে ম্যাচ শেষে কিছুটা ক্ষিপ্ত ছিলেন তিনি। শিষ্যদের প্রতি তার অভিযোগ ছিল এমন, ‘সত্যি বলতে, আমাদের পারফরম্যান্স মোটেও ভালো ছিল না। আমাদের এই ধরেনর ম্যাচগুলো আরও সহজে জিততে হবে।’
বার্সা বস যোগ করেন, ‘আমরা যতগুলো ভালো ম্যাচ খেলেছি, তার চেয়ে কম খারাপ ম্যাচ খেলেছি। প্রায় ৭০ শতাংশ ম্যাচে আমরা ভালো ছিলাম। বর্তমান বার্সা ধীরগতির এবং ক্লান্ত, যা ভালো বার্সার কাছাকাছি। ঘরের মাটিতে আমাদের আরও ভালো খেলতে হবে। এই জয়টা গুরুত্বপূর্ণ, তবে আমরা কোনোভাবেই ভালো খেলিনি।’
এমএমএ/
