ইতিহাস গড়ল সৌদির নারী ফুটবলাররা

ফুটবলকে ঘিরে দারুণ সময় কাটছে সৌদি আরবের। এরই মধ্যে ইতিহাস গড়ল দেশটির জাতীয় নারী ফুটবল দল। প্রথমবারের মতো আন্তর্জাতিক টুর্নামেন্ট জিতেছে সৌদির নারী ফুটবলাররা।
পূর্বাঞ্চলীয় প্রদেশে চার জাতির আন্তর্জাতিক প্রীতি টুর্নামেন্টে সৌদির প্রতিপক্ষ ছিল- পাকিস্তান, মরিশাস এবং কমোরোস। স্বাগতিকরা সবশেষ ম্যাচে পাকিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করে টেবিলের শীর্ষে থেকে আসর শেষ করেছে। তাতেই ইতিহাসের পাতায় সৌদির নারী দল।
এর আগে গত সপ্তাহে মরিশাস এবং কমোরোসকে হারায় সৌদির নারী ফুটবলাররা। টুর্নামেন্টে রানার্সআপ হয়েছে পাকিস্তান। সৌদির নারী ফুটবল দলের কোচ মনিকা স্টাব বলেছেন যে তার শিষ্যদের এই সাফল্য রাজ্যের ‘প্রতিটি কোণ জুড়ে’ পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
মনিকা স্টাবের ভাষ্য ছিল এমন, ‘এই টুর্নামেন্ট জেতা সৌদি আরবের ফুটবলে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এবং খেলোয়াড়দের বিশাল আত্মবিশ্বাস দেবে। আমি খেলোয়াড়দের নিয়ে আনন্দিত এবং তারা সবশেষ তিন ম্যাচে যেভাবে পারফর্ম করেছে তা ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা।’
তিনি আরও বলেন, ‘এটি এমন একটি সাফল্য যা সৌদি আরবের প্রতিটি কোণে তরুণ মেয়েদের পাশাপাশি প্রিমিয়ার লিগের প্রতিভাবান, কম বয়সী খেলোয়াড়দের অনুপ্রেরণা বাড়াবে, যারা আন্তর্জাতিক ফুটবল খেলতে আগ্রহী।’
এসজি
