ইতালিয়ান সুপার কাপ জিতল ইন্টার মিলান

মিলান ডার্বিতে টানা দুইবার জয় পেল ইন্টার মিলান। এ যাত্রায় শিরোপা লড়াইয়ে। বুধবার রাতে নগরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ইতালিয়ান সুপার কাপে শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রেখেছে নেরাজ্জুরিরা।
টুর্নামেন্টে টানা দ্বিতীয়বার এবং সবমিলে সপ্তমবার শিরোপা উল্লাস করল তারা।
সৌদি আরবের রিয়াদে বল দখলে পিছিয়ে ছিল ইন্টার, কিন্তু কিং ফাহদ স্টেডিয়ামে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল তাদের দখলে। আক্রমণের পসরা সাজিয়ে তুলে নেয় জয়।
ফাইনালে এগিয়ে যেতে খুব বেশি সময় নেয়নি নেরাজ্জুরিরা। দশম মিনিটে পাল্টা আক্রমণে দলকে লিড উপহার দেন ফেদেরিকো ডিমারকো।
খানিকবাদেই স্কোরশিটে নাম তুলেন এডিন জেকো। ২১ মিনিটে বাস্তোনির পাস ধরে ব্যবধান দ্বিগুণ করেন। ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টাই করেছিল এসি মিলান। কিন্তু ৬৫ শতাংশ সময় বল দখলে রেখে গোলের তেমন সুযোগ গড়ে তুলতে পারেনি রোসোনেরিরা।
উল্টো ৭৭ মিনিটে আরও একটি কাউন্টার অ্যাটাকে তৃতীয় গোল আদায় করে নেয় ইন্টার। গোলদাতা লাউতারো মার্টিনেজ। ৩-০ গোলের জয়ে প্রথমবার চিরপ্রতিদ্বন্দ্বীদের ফাইনালে হারাল ইন্টার।
এমএমএ/
