বিশ্বকাপ জয়ের মাস পূর্তিতে মেসির বার্তা

দেখতে দেখতে পেরিয়ে গেল এক মাস। গত বছরের ১৮ ডিসেম্বর আজন্মের লালিত স্বপ্ন পূরণ করেছিলেন লিওনেল মেসি। আর্জেন্টিনাকে জেতান বহু কাঙ্ক্ষিত বিশ্বকাপ শিরোপা। ক্যারিয়ারের সেরা সাফল্যের মাস পূর্তিতে এবার মেসির বার্তা।
বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবার বিশ্বজয়ের আনন্দে মাতেন মেসি। তার সেই স্বপ্নযাত্রায় হাসি, কান্না, শঙ্কা, মজা, সবকিছুই ছিল। যার সমাপ্তিতে ছিল পরম প্রাপ্তির। ইনস্টাগ্রাম পোস্টে সেই দিনগুলোই স্মরণ করেছেন আর্জেন্টাইন খুদেরাজ।
পিএসজির ৩৫ বছর বয়সী তারকা ফরোয়ার্ডের আবেগ মাখানো বার্তার প্রথমাংশটা ছিল ঠিক এমন, ‘স্পষ্টতই, চ্যাম্পিয়ন হওয়া সবকিছুতে আরও সুন্দর করে তোলে। আমার কি সুন্দর একটি মাস ছিল! কত সুন্দর স্মৃতি আছে। সবকিছুই মিস করছি।’
পরের এবং শেষ অংশে মেসি লেখেন: ‘আমি আমার সতীর্থদের মিস করি, তাদের সঙ্গে প্রতিদিনকার আলোচনা, অনুশীলন সেশন, খুনসুটি... আমরা যা করেছি তা সব মিস করি। কি সুন্দর উন্মাদনা নিয়ে আমরা বেঁচে ছিলাম। শেষতক শিরোপা উঁচিয়ে ধরেছিলাম, যা আমরা সবাই খুব করে চেয়েছিলাম।’
বিশ্বজয়ের মাস পূর্তির দিন মেসি তার ক্লাব সতীর্থদের নিয়ে ছিলেন সৌদি আরবে। সেখানে আরও একবার চিরপ্রতিদ্বদ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোর মুখোমুখি হবেন তিনি।
বৃহস্পতিবার রাতে পিএসজি এবং রিয়াদ অল স্টারের বিপক্ষে প্রীতি ম্যাচে দেখা মিলবে দুই চিরশত্রুর দ্বৈরথ। বিশ্বকাপজয়ী মেসির পরবর্তী বড় টার্গেট চ্যাম্পিয়ন্স লিগ। কখনো এই মঞ্চে শিরোপার স্বাদ না পাওয়া পিএসজির আক্ষেপ দূর করাই এখন তার প্রধান লক্ষ্য। যা পূরণে কিলিয়ান এমবাপ্পে এবং নেইমারকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যাবেন আর্জেন্টাইন খুদেরাজ।
এমএমএ/
