অভিষেকেই সুয়ারেজের হ্যাটট্রিক, জিতেছেন শিরোপা

স্পেন থেকে ব্রাজিল। বার্সেলোনা-অ্যাটলেটিকো মাদ্রিদ হয়ে গ্রেমিও। দেশ ও ক্লাব বদলে গেলেও বদলে যাননি লুইস সুয়ারেজ। সেরা উপায়েই নতুন অভিযান শুরু করেছেন এই উরুগুইয়ান। ব্রাজিলিয়ান ক্লাবের জার্সিতে অভিষেকে হ্যাটট্রিক করেছেন সুয়ারেজ, জিতেছেন শিরোপা।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাতে গ্রেমিও’র জার্সিতে প্রথমবার মাঠে নামেন সুয়ারেজ। সাও লুইজের বিপক্ষে ম্যাচের পঞ্চম মিনিটেই জালের দেখা পান তিনি। দুর্দান্ত এক ভলিতে করেন লক্ষ্যভেদ। স্কোরলাইন ২-১ হওয়ার পর ৩২ মিনিটে সতীর্থের সঙ্গে ওয়ান-টু-ওয়ান খেলে দলের হয়ে তৃতীয় গোলটি করেন ৩৫ বছর বয়সী ফরোয়ার্ড।
৩৮ মিনিটের মাথায় হ্যাটট্রিক পূর্ণ করেন সুয়ারেজ। তাতে গ্রেমিও এগিয়ে যায় ৪-১ গোলে। এরপর আর গোল হয়নি ম্যাচে। তাতে সুয়ারেজের দুর্দান্ত অভিষেকে রেকোপা গাউচায় গ্রেমিও মৌসুমে তাদের প্রথম ট্রফি জিতেছে। এখন লিগ শুরুর পালা ব্রাজিলিয়ান ক্লাবটির।
শনিবার (২১ জানুয়ারি) লিগ মৌসুম শুরু করবে গ্রেমিও। ওইদিন অ্যাওয়ে ম্যাচটিতে সুয়ারেজদের প্রতিপক্ষ ক্যাক্সিয়াস দো সুল।
এসজি
