বছরের প্রথম জয় লিভারপুলের

টানা দুই জয়ে ২০২২ সাল শেষ করেছিল লিভারপুল। বছর পাল্টে যেতেই ভাটা পড়ে অলরেডদের পারফরম্যান্সে। হার দিয়ে শুরু করে ২০২৩ সাল। এরপর ড্র। তারপর ফের হার। অবশেষে ব্যর্থতার গণ্ডি পেরিয়ে বছরের প্রথম জয়ের দেখা পেয়েছে লিভারপুল।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাতে এফএ কাপের মঞ্চে ইয়ুর্গেন ক্লপের শিষ্যদের শিকার উলভারহ্যাম্পটন ওয়ান্দার্স। তৃতীয় রাউন্ডের ফিরতে লেগে লিভারপুল জিতেছে ১-০ গোলে। তাদের জয়ের নায়ক হার্ভে ইলিয়ট। ১৯ বছর বয়সী তরুণের গোলে টুর্নামেন্টে টিকে থাকল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
গত ৭ জানুয়ারি, আনফিল্ডে প্রথম দেখায় লিভারপুলকে রুখে দিয়েছিল উলভস। ড্র করেছিল ২-২ গোলে। তাতে এফএ কাপে শ্রেষ্ঠত্বের মুকুট হারানোর শঙ্কায় পড়েছিল অলরেডরা। তবে উলভসের মাঠে ফিরতি দেখায় সেই শঙ্কা উড়িয়ে দিল ক্লপের শিষ্যরা। ম্যাচের একমাত্র গোলটি আসে প্রথমার্ধে। ত্রয়োদশ মিনিটে থিয়াগো আলকান্তারারের পাস ধরে লক্ষ্যভেদ করেন ইলিয়ট। এই লিড আগলে রেখেই শেষতক জয়ের হাসি হাসে লিভারপুল। চতুর্থ রাউন্ডে তাদের প্রতিপক্ষ ব্রাইটন অ্যান্ড হোভ আলবিওন।
এসএন
