রোনালদোর সঙ্গে দ্বন্দ্ব নেই বেনজেমার

রিয়াল মাদ্রিদের অনুশীলনে ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি তুললেন পুরোনো সতীর্থদের সঙ্গে, যা ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে। কিন্তু স্থিরচিত্রে খুঁজে পাওয়া যায়নি করিম বেনজেমাকে। এমনকি পর্তুগিজ যুবরাজের সঙ্গে দেখাও করেননি রিয়াল ফরোয়ার্ড।
ওই ঘটনায় বিশ্ব মিডিয়ায় রটেছে রোনালদো-বেনজেমার দ্বন্দ্বের গল্প। যে যেভাবে পারছে লিখছে নিত্য নতুন গল্প। সবকিছুই উড়িয়ে দিয়েছেন ফরাসি ফরোয়ার্ড। বেনজেমা সোজাসাপ্টা বলে দিয়েছেন, রোনালদোর সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই তার।
স্প্যানিশ সুপার কাপের ফাইনাল খেলতে রিয়াল মাদ্রিদ এখন সৌদি আরবে। সেখানেই সাবেক ক্লাবের অনুশীলনে হাজির হন রোনালদো, যিনি এখন সৌদি ক্লাব আল নাসেরের ফুটবলার। সিআরসেভেন আর রিয়ালের পুর্নমিলনের উৎসব ছাপিয়ে বড় হয়ে উঠে বেনজেমার সেখানে উপস্থিত না হওয়ার ঘটনা।
সব গুঞ্জন থামাতে বেনজেমা বলেছেন, ‘আমাদের বন্ধুত্ব প্রমাণে ছবি তোলার দরকার নেই। ছবিগুলো ইনস্টগ্রাম বা টুইটারের জন্য, যা সম্পূর্ণ ভিন্ন একটি জগত। আমাদের একে অপরকে শুভেচ্ছা জানানোর সময় ছিল না, কারণ আমি অনুশীলনে ছিলাম। সেও দ্রুত অনুশীলনে চলে যায়।’
ফরাসি তারকা ফুটবলারের বিশ্বাস, আজ রাতে বার্সার সঙ্গে তাদের ফাইনাল দেখতে মাঠে হাজির হবেন রোনালদো। বেনজেমা বলেছেন, ‘আমি আশা করি, তাকে স্টেডিয়ামে দেখতে পাব এবং তার সঙ্গে কিছুক্ষণ কথা বলতে পারব।’
এসজি
