ফ্রান্সের জার্সি তুলে রাখলেন লরিস

হঠাৎ ফুটবলকে বিদায় জানিয়েছেন গ্যারেথ বেল। ৩৩ বছর বয়সী ওয়েলস ফরোয়ার্ডের অবসর নিয়ে পোস্টমর্টেম চলছে বিদেশি মিডিয়াগুলোতে। এরই মধ্যে এল ইকুইপকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্রান্সের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত জানিয়েছেন হুগো লরিস।
কাতারের দোহায় আর্জেন্টিনার বিপক্ষে টাইব্রেকারে বিশ্বকাপ ফাইনালে হারে ফ্রান্স। সেই ব্যর্থতার তিন সপ্তাহ পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে যাওয়ার ঘোষণা দিলেন ৩৬ বছর বয়সী লরিস।
অবসরের ঘোষণায় ফরাসি গোলরক্ষক বলেছেন, ‘আমি আমার আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি। আমি মনে করি, আমার সবকিছু দেওয়া হয়ে গেছে। ইউরোর বাছাইপর্ব শুরুর আড়াই মাস আগে এই ঘোষণা দেওয়ার প্রয়োজন ছিল।’
২০০৮ সালে উরুগুয়ের বিপক্ষে ২১ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় লরিসের। কাতারে ফ্রান্সের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড দখলে নেন তিনি। পেছনে ফেলেছেন ১৪২ ম্যাচ খেলা লিলিয়ান থুরামকে। বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি ফ্রান্সের জার্সিতে লরিসের ১৪৫তম ম্যাচ ছিল।
ফাইনালের হার কি অবসরের কারণ? সাক্ষাৎকারে এমন প্রশ্নের জবাবে লরিস বলেছেন, ‘বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকে আমি সত্যিই এটা (অবসর সিদ্ধান্ত) নিয়ে ভেবেছি। কিন্তু ভেতরে ছয় মাস ধরে কিছু ছিল, যা প্রতিযোগিতার সময় আরও বেড়েছে এবং আমাকে এই সিদ্ধান্ত নিয়ে বাধ্য করেছে।’
নিস এবং লিও’র সাবেক গোলরক্ষক ফ্রান্সকে ২০১৮ রাশিয়া বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দিয়েছেন। লরিস ২০১৬ ইউরোসহ মোট ৭টি মেজর টুর্নামেন্ট খেলেছেন। ইউরোতে স্বাগতিক পর্তুগালের কাছে ১-০ গোলে হেরেছিল তার দল।
লরিসের বর্তমান ক্লাব টটেনহাম হটস্পার। আন্তর্জাতিক দায়িত্ব থেকে হাত গুটিয়ে নিয়ে এখন ক্লাব ফুটবলেই মনোযোগী হবেন তিনি।
এসজি
