মাশরাফির সিলেটের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে সাকিবের বরিশাল
একদিকে মাশরাফি বিন মুর্তজা, অপরদিকে সাকিব আল হাসান। প্রথমজন বিপিএলের সবচেয়ে সফল অধিনায়ক। ভিন্ন ভিন্ন দলের হয়ে শিরোপা জিতেছেন চারবার। এবার তিনি সিলেটের কান্ডারি। সাকিবের দল ফরচুন বরিশাল।
গতবারের রানার্সআপ। বাংলাদেশের ক্রিকেটের এই দুই লিজেন্ডারি এবার মুখোমুখি পরস্পরের বিপক্ষে। বিগ ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে ফরচুন বরিশাল। শনিবার (৭ জানুয়ারি) বরিশালের হয়ে মেহেদি হাসান মিরাজ ও সিলেটের হয়ে মুশফিকুর রহিম টস করেন। সিলেট প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৮ উইকেটে হারিয়ে শুভ সূচনা করেছে। বরিশালের আজ প্রথম ম্যাচ।
এই ম্যাচ যে শুধু এই জনই খেলছেন, তা কিন্তু নয়। বিপিএলের নবম আসরের সবচেয়ে বেশি তারকা সমৃদ্ধ দল এই দুইটি। বরিশালে সাকিব ছাড়াও খেলছেন মাহমুদউল্লাহ। সিলেটে খেলছেন মুশফিকুর রহিম।
এই দুই জনে আবার একে অপরের ভায়রা। বরিশালে আরও আছেন মেহেদি হাসান মিরাজ, এবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, এনামুল হক বিজয়। সিলেটের হয়ে আছেন রুবেল হোসেন, নাজমুল হোসেন শান্ত, অভিষেক টেস্টে সেঞ্চুরি করা জাকির হাসান।
শৈত্য প্রবাহের মাঝে দর্শকদের মাঝে উত্তাপ ছড়াতে দুই দলের বিদেশি ক্রিকেটাররাও প্রস্তুত। বরিশালের হয়ে দলেযোগ দিয়েছেন ইব্রাহিম জারদান, করিমা জানাত, চাতুরাঙ্গা ডি সিলভা, ইফতেখার আহমেদ, হায়দার আলী। সিলেটের হয়ে ইতিমধ্যে প্রথম ম্যাচে মাঠে নেমেছেন মোহাম্মদ আমির, ইমাদ ওয়াসিম,কলিন অ্যাকারম্যান, থিসারা পেরেরা
এমপি/এমএমএ/