ক্যান্সার কেড়ে নিল আরেক সাবেক ফুটবলারকে

ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে। তাকে হারানোর শোক সবেমাত্র কাটাতে শুরু করেছে বিশ্ব। এরই মধ্যে ক্যান্সার কেড়ে নিল আরেক সাবেক ফুটবলারকে। মরণব্যাধিতে আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন চেলসির সাবেক স্ট্রাইকার এবং কোচ জিয়ানলুকা ভিয়ালি।
২০১৭ সালে ইতালিয়ান ফুটবলারের অগ্ন্যাশয়ে ক্যান্সার ধরা পড়ে। ইতালির হয়ে ৫৯ ম্যাচ খেলা এই ফুটবলার ২০২০ সালে নিজেকে পুরোপুরি সুস্থ দাবি করেন। কিন্তু পরের বছরই তার শরীরে ফের ক্যান্সারের জীবাণু নির্ণয় করা হয়। এ যাত্রায় আর বেঁচে ফেরা হলো না ভিয়ালির। মারা গেলেন ৫৮ বছর বয়সে।
১৯৮৫ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় ভিয়ালির। এর এক বছর আগে সাম্পদোরিয়ায় যোগ দেন তিনি। ক্লাবটির সঙ্গে ৮ বছরের পথচলায় জিতেন সিরি’আ এবং ইউরোপিয়ান উইনার্স কাপ। ইতালিয়ান ফুটবল ফেডারেশন নিশ্চিত করেছে, এই সপ্তাহে ইতালিয়ান সব ম্যাচের আগে ভিয়ালির স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হবে।
সিরি’আতে সাম্পদোরিয়া ছাড়াও জুভেন্টাসের হয়ে খেলেছেন ভিয়ালি। ক্যারিয়ার শেষ করেন প্রিমিয়ার লিগ ক্লাব চেলসিতে থেকে। স্টামফোর্ড ব্রিজে ১৯৯৮-৯৯ মৌসুমে খেলোয়াড় ও কোচ উভয় ভূমিকায় দায়িত্ব পালন করেন তিনি। পরের মৌসুমে সামলান কেবল ডাগআউট। সবশেষ ওয়াটফোর্ডকে কোচিং করান ভিয়ালি। সব মিলে ৪ মৌসুমেই সীমাবদ্ধ ছিল তার কোচিং ক্যারিয়ার।
এসজি
