চেলসির মাঠে ম্যানসিটির জয়
প্রিমিয়ার লিগে আক্রমণ পাল্টা আক্রমণে দারুণ জমল চেলসি ও ম্যানচেস্টার সিটির লড়াই। শেষ হাসিটা হাসল সিটিজেনরা। বৃহস্পতিবার রাতে চেলসির মাঠ স্টামফোর্ড ব্রিজে পেপ গার্দিওলার শিষ্যরা জিতেছে ১-০ গোলে। ম্যাচের একমাত্র গোলটি করেছেন রিয়াদ মাহরেজ।
স্টামফোর্ডে বল দখলে ঊনিশ-বিশ পার্থক্য ছিল দুই দলের মধ্যে। আক্রমণেও জবাব দিয়েছে এক অন্যকে। কিন্তু প্রথমার্ধে গোলের দেখা পায়নি কেউ। দ্বিতীয়ার্ধে ম্যাচের গোলখরা কাটান মাহরেজ। বদলি হিসেবে নামার ৩ মিনিট পর দলকে জয়সূচক গোলটি উপহার দেন তিনি।
জ্যাক গ্রিলিশ ম্যানসিটিতে যোগদানের পর থেকেই সমালোচনার কেন্দ্রে। মাহরেজকে দিয়ে গোল করিয়ে সমালোচকদের জবাব দিলেন তিনি। বাঁ উইং থেকে দুর্দান্ত ও নিখুঁত একটি ক্রস বাড়ান গ্রিলিশ, যা ধরে ৬৩ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন মাহরেজ।
জয়ের ধারায় ফিরে লিগ টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়েছে ম্যানসিটি। দুই দলই এখন পর্যন্ত খেলেছে ১৭টি করে ম্যাচ। ৪৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে গানাররা। তাদের চেয়ে ৫ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
ইংল্যান্ডের টপ-ফ্লাইটে সবশেষ পাঁচ ম্যাচে এটি চেলসির তৃতীয় হার। এর মধ্যে মাত্র একবার জয়ের স্বাদ পেয়েছে ব্লুজরা। যাচ্ছেতাই পারফরম্যান্সে টেবিলের ১০ নম্বরে গিয়ে ঠেকেছে গ্রাহাম স্টিফেন পটারের দল। তবে প্রিমিয়ার লিগে ম্যানসিটির কাছে হারের বদলা নেওয়ার সুযোগ দ্রুতই পাচ্ছে তারা।
আগামী রবিবার ফের মুখোমুখি হবে চেলসি ও ম্যানসিটি। দুই দলের ক্লাবে দেখা হবে এফএ কাপের মঞ্চে, তৃতীয় রাউন্ডের খেলায়।
এসএন