অবিরাম বৃষ্টিতে ভেসে গেল তৃতীয় দিনে খেলা
প্রথম দুই দিনে বৃষ্টির বাগড়ায় অল্প হলেও খেলা হয়েছিল সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। কিন্তু শুক্রবার সেটাও সম্ভব হলো না। অবিরাম বৃষ্টির কারণে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার তৃতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা সম্পূর্ণ ভেস্তে যায়।
পিঙ্ক টেস্টের প্রথম দুই দিনে হয় ১৩১ ওভারের খেলা। সেই ক্ষতি পুষিয়ে নিতে আজ নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে তৃতীয় দিনের খেলা শুরু করার কথা ছিল। সে আশায় গুড়ে-বালি। বেলার বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে বৃষ্টিপাতের পরিমাণও।
ভারী বৃষ্টি টানা দুই সেশন ভাসিয়ে নিয়ে যাওয়ার পর তৃতীয় দিনের খেলা বাতিল ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা। সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪ উইকেটে ৪৭৫ রান। ডাবল সেঞ্চুরি থেকে ৫ রান দূরে আছেন উসমান খাজা।
উইকেটের আরেকপ্রান্তে অপরাজিত আছেন কোভিড-পজিটিভ ম্যাট রেনশো, যিনি ২০১৮ সালের পর প্রথমবার অস্ট্রেলিয়ার সাদা জার্সিতে খেলতে নেমেছে। রেনশো অপরাজিত ৫ রানে।
এসএন