বিপিএল খেলবেন প্রথম ব্রিটিশ বাংলাদেশি ক্রিকেটার রবিন
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংল্যান্ড জাতীয় দলের ক্রিকেটার রবিন দাস। তিনি খেলবেন ঢাকা ডমিনেটরসের হয়ে।
কাউন্টি দল এসেক্সের ব্যাটার রবিন দাস বিপিএল-এ নাম লেখানোয় এরই মধ্যে মধ্যে আলোচনায় চলে এসেছেন। গেল বছর জুন মাসে প্রথম ব্রিটিশ বাংলাদেশি হিসেবে লর্ডস টেস্টে নিউ জিল্যান্ডের বিপক্ষে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন রবিন। বদলি খেলোয়ার হিসেবে নামলেও আলোচনায় আসেন তিনি।
এবার প্রথম থেকেই বিপিএলের নবম আসরে খেলবেন রবিন এমন আলোচনা ছিল। বিদেশি কোটায় বিপিএল ড্রাফটে নামও দেন। প্রথমে উপেক্ষিত থাকলেও শেষ পর্যন্ত তার দিকে হাত বাড়ায় ঢাকা ডমিনেটরস। শেষ মুহূর্তে ঠিক বিপিএল শুরুর আগে তাকে দলে ভিড়িয়েছে দলটি।
ঢাকা ডমিনেটরস তাদের ফেসবুক পেজে এই তরুণ প্রতিভাকে স্বাগত জানিয়ে লিখেছে, 'ব্রিটিশ বাংলাদেশি ক্রিকেটার রবিন দাস এখন একজন ডমিনেটর।'
২০০২ সালে রবিনের জন্ম ইংল্যান্ডের লেটোনস্টোনে। তার বাবা মৃদুল কান্তি দাসের বাড়ি বাংলাদেশের সুনামগঞ্জ শহরের উকিলপাড়ায়। তিনি লন্ডনের বাঙালিদের মধ্যে মেম সাহেব রেস্টুরেন্টের 'মৃদুল দা' হিসেবে পরিচিত।
এসএন