হারের শঙ্কায় দিন শেষ পাকিস্তানের
দিনের শেষ ১৫টি বল বিপদ ছাড়া পার করতে পারল না পাকিস্তান। রানের খাতা খোলা তো দূরের কথা উল্টো হারিয়ে বসেছে ২ উইকেট। তাতে নিউজিল্যান্ডের বিপক্ষে হারের শঙ্কা জাগিয়ে করাচি টেস্টের চতুর্থ দিন শেষ করেছে স্বাগতিকরা।
পাকিস্তানকে ৩১৯ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে কিউইরা। জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে আবদুল্লাহ শফিক ও মির হামজার উইকেট হারায় বাবর আজমদের দল। সিরিজ বাঁচাতে আগামীকাল (৬ জানুয়ারি) ইমাম উল হক ও শান মাসুদের ব্যাটে টেস্টের পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু করবে পাকিস্তান।
করাচি ন্যাশনাল স্টেডিয়ামে দুই দলের প্রথম টেস্টটি ড্র হয়। একই ভেন্যুতে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে নিউজিল্যান্ড পায় ৪৪৯ রানের পুঁজি। চতুর্থ দিনে পাকিস্তানের প্রথম ইনিংস থামে ৪০৮ রানে। এরপর ৫ উইকেটে ২৭৭ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে সফরকারীরা।
পাকিস্তানের বিপদ বাড়াতে শেষ বিকালে ইনিংস ঘোষণা করেন টিম সাউদি। সফলও হন তিনি। স্বাগতিকরা ব্যাটিংয়ে নামার পর দ্বিতীয় বলেই ওপেনার শফিককে মাঠ ছাড়া করেন কিউই অধিনায়ক সাউদি। নাইটওয়াচম্যান হিসেবে নেমে দলের বিপদ আরও বাড়ান হামজা। তাকে শিকার বানান স্পিনার ইশ সোধি।
এর আগে দিনের শুরুতে পাকিস্তানের প্রথম ইনিংসের ইতি টানেন সোধি। স্বাগতিকরা তৃতীয় দিন শেষ করেছিল ৯ উইকেটে ৪০৭ রান নিয়ে। সেঞ্চুরিয়ান সৌদি শাকিল দলের খাতায় এক রান যোগ করতেই উইকেটের অপরপ্রান্তে আউট হয়ে যান আবরার আহমেদ (০)।
এরপর ব্যাটিংয়ে নেমে তিন হাফসেঞ্চুরিতে আড়াইশ ছাড়ায় কিউইদের দ্বিতীয় ইনিংসের রান। ওপেনার টম লাথাম আউটন হন ৬২ রানে। টম ব্লান্ডেল ৭৪ রানে মাঠ ছাড়লেও সমান রানে অপরাজিত ছিলেন ব্রেসওয়েল। সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসনের ব্যাট থেকে আসে ৪১ রান।
এসজি