অধিনায়কদের ট্রফি উন্মোচনে অনুপস্থিত সাকিব
সাকিব আল হাসান যেন নাটাই ছাড়া ঘুড়ি। কেউ তাকে টেনে ধরার নেই। ইচ্ছেমতো ঘুরে বেড়াচ্ছেন। নিয়ম-কানুনের নেই কোনো বালাই। আগামীকাল শুক্রবার (৬ জানুয়ারি) শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের। অথচ সাকিবের কোনো দেখা নেই।
সাকিবের দল ফরচুন বরিশাল গত ১ জানুয়ারি থেকে শুরু করেছে অনুশীলন। কিন্তু সাকিব এখনো মাঠে নামেননি। যেন তার সময়ই নেই। কিন্তু নিজের আর্থিক সংশ্লিষ্ট থাকা বিষয়গুলোতে আবার তিনি ঠিকই হাজির হচ্ছেন। গতকাল বুধবার একটি প্রতিষ্ঠানের একদিনের জন্য সিইও হওয়া অনুষ্ঠানে আবার ঠিকই উপস্থিত হয়েছিলেন সাকিব। সেখানে আবার বিপিএল নিয়ে করেছেন বিস্ফোরক মন্তব্য।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ৭ দলের অধিনায়কদের অংশগ্রহণে হয়ে গেল ট্রফি উন্মোচন। সময় ছিল বেলা ৩টা। কিন্তু সেখানে একমাত্র ফরচুন বরিশালের অধিনায়ক হিসেবে সাকিবই উপস্থিত ছিলেন না। কিন্তু এটা দেখার কেউ নেই। না ফরচুন বরিশালের মালিকপক্ষের, না বিপিএল গভর্নিং কাউন্সিলের।
সাকিবের জন্য এরকম হাজির না হওয়া নতুন কিছু নয়। বিশ্বকাপ খেলতে যাওয়া জাতীয় দলের অফিশিয়াল ফটোসেশনে তিনি যেমন অনুপস্থিত থেকেছেন, তেমনি বিপিএলের গতবারের অষ্টম আসরের ফাইনালের আগের দিনও সাকিব অফিশিয়াল ফটোসেশনে আসেননি। তিনি না এসে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিয়েছিলেন।
আজকের অধিনায়কদের ফটোসেশনে ফরচুন বরিশালের পক্ষ থেকে সাকিবের পরিবর্তে উপস্থিত ছিলেন মেহেদি হাসান মিরাজ।
এমপি/এসজি