২০২৩ এশিয়া কাপ
চ্যাম্পিয়নদের গ্রুপে বাংলাদেশ, ভারত-পাকিস্তান একই গ্রুপে
পুরোনো রূপে ফিরছে এশিয়া কাপ। চলতি বছর সেপ্টেম্বরে ৫০ ওভার ফরম্যাটে হবে টুর্নামেন্ট। চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার গ্রুপে থাকবে বাংলাদেশ। তাদের তৃতীয় প্রতিপক্ষ আফগানিস্তান। অপর গ্রুপে ভারত-পাকিস্তানের সঙ্গে যোগ দেবে বাছাইপর্ব পেরিয়ে আসা দল।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ২০২৩-২৪ সালের সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। সেখানে আছে মেন্স এশিয়া কাপ। তবে টুর্নামেন্টের সূচি এবং আয়োজক দেশের নাম প্রকাশ করেনি এসিসি। পাকিস্তান এ বছর এশিয়া কাপের মূল আয়োজক হলেও দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনার কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড অব কন্ট্রোল (বিসিসিআই) সেখানে দল পাঠাতে আগ্রহী নয়।
বিসিসিআইয়ের এমন অবস্থানের বিরোধিতা করেছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান রমিজ রাজা। এমনকি ২০২৩ বিশ্বকাপ বয়কটের হুমকিও দিয়েছিলেন, যা ভারতে হওয়ার কথা রয়েছে। তবে এখন রমিজ নেই। তার গদিতে বসেছেন নাজাম শেঠি। আশা করা হচ্ছে, পিসিবির পদে রদবদলে দুই বোর্ডের মধ্যে কিছু ইতিবাচক উন্নতি হবে।
এসিসির ঘোষিত দুই বছরের চক্রে মোট ১৪৫টি ওয়ানডে ম্যাচ হবে। ২০২৩ সালে ৭৫টি এবং ২০২৪ সালে ৭০টি ম্যাচ হবে। ফিরছে ইমার্জিং (অনূর্ধ্ব-২৩) এশিয়া কাপ। এ বছরের জুলাইয়ে পুরুষদের জন্য ৫০ ওভার ফরম্যাট টুর্নামেন্টে লড়বে মোট ৮ দল। আগামী বছরের ডিসেম্বরে হবে টুর্নামেন্টের আরেকটি সংস্করণ। সেটা হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।
চলতি বছর জুনে মেয়েদের ইমার্জিং এশিয়া কাপ টি-টোয়েন্টি ফরম্যাটে হবে, খেলবে ৮ দল।
এসজি