ডন ব্র্যাডম্যানকে ছাড়িয়ে গেলেন স্মিথ
সিডনি টেস্টের দ্বিতীয় দিনও বৃষ্টির হাত থেকে রেহাই পায়নি। বৃহস্পতিবার বৃষ্টিবিঘ্ন আরেকটি দিনে আলো ছড়ালেন স্টিভ স্মিথ। ব্যাট হাতে তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ৩০তম সেঞ্চুরি। তাতে স্যার ডন ব্র্যাডম্যানকে ছাড়িয়ে গেলেন স্মিথ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় দিনে ১০৪ রানে আউট হন স্মিথ। অস্ট্রেলিয়ার হয়ে চতুর্থ সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরি এখন তার। ৪১ সেঞ্চুরিতে এই তালিকার শীর্ষে রয়েছেন রিকি পন্টিং। দুইয়ে স্টিভ ওয়াহ (৩২) এবং তিনে ম্যাথু হেইডেন (৩০)। ২৯ সেঞ্চুরিতে পঞ্চম স্থানে আছেন ব্র্যাডম্যান।
১৯২ বলের ইনিংসটি ১১ চার এবং ২ ছক্কায় সাজান স্মিথ। ৩০তম সেঞ্চুরি হাঁকানোর পথে আরেকটি তালিকায় মাইকেল ক্লার্ক এবং হেইডেনকে ছাড়িয়ে যান তিনি। সাবেক দুই সতীর্থকে পেছনে ফেলে স্মিথ এখন অস্ট্রেলিয়ার চতুর্থ সর্বোচ্চ টেস্ট রান সংগ্রাহক।
ক্রিকেটের লংগার ভার্সনে স্মিথের মোট রান ৮ হাজার ৬৪৭ রান। ক্লার্ক ও হেইডেনের রান যথাক্রমে ৮ হাজার ৬৪৩ এবং ৮ হাজার ৬২৫। তারা আছেন পঞ্চম ও ষষ্ঠ স্থানে। এই তালিকার শীর্ষেও পন্টিং। তার রান ১৩ হাজার ৩৭৮। দুইয়ে অ্যালান বর্ডার (১১ হাজার ১৭৪) ও তিনে স্টিভ ওয়াহ (১০ হাজার ৯২৭)।
এসএন