সুজনকে ১ বছর দল চালাতে বললেন বরিশালের মালিক!

জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন বিসিবির পরিচালক ছাড়াও আরও অনেক পরিচয় আছে তার। যার অন্যতম একটি হলো তিনি কোচ।
বর্তমানে তিনি বিপিএলে খুলনা টাইগার্সের কোচের দায়িত্ব পালন করছেন। কিন্তু এই সব দায়িত্ব পালন করতে গিয়ে তিনি স্থান-কাল-পাত্র অনেক সময় মানেন না।
যেমন এবারের বিপিএলে দলগুলোর অনুশীলন শুরু হয়েছে ১ জানুয়ারি থেকে। কিন্তু ৩ জানুয়ারি মঙ্গলবার পর্যন্ত ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্সের ক্রিকেটারদের অনুশীলনের জার্সি আসেনি। তারা একেক জন একেক রকমের জার্সি পরে অনুশীলন করছেন।
এ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদও হয়েছে। বিপিএলের নবম আসরকে সামনে রেখে খালেদ মাহমুদ সুজন জার্সি না আসা নিয়ে ফ্রাঞ্চাইজিদের ‘গাফিলতি’ বলে উল্লেখ করেন।
একটি দলের কোচ হয়ে তার এ রকম মন্তব্য ভালোভাবে নেননি ফরচুন বরিশালের চেয়ারম্যান মিজানুর রহমান। ঢাকাপ্রকাশ-কে তিনি বলেন, ‘আগে উনি (খালেদ মাহমুদ সুজন) এক বছর ফ্রাঞ্চাইজি হয়ে দল চালাক। তরপর কথা বলতে আসুক।’
খালেদ মাহমুদ যে দুই ফ্রাঞ্চাইজি নিয়ে কথা বলেছেন তার একটি হলো তারই দল খুলনা টাইগার্স। এই দলের মালিকানা মাইন্ডট্রি লিমিটেডের। নবম আসরের জন্য তারা খালেদ মাহমুদ সুজনকে অর্থের বিনিময়ে নিয়োগ দিয়েছে।
এই এক বছর সুজন তাদের অধীনে চাকরিরত। কিন্তু তিনি তার মালিককে নিয়ে কথা বলতেও ছাড়েননি। এ ব্যাপারে মাইন্ডট্রি লিমিটেডের কর্ণধার ইকবাল আল মাহমুদ কোনো মন্তব্য করতে রাজি হননি।
বরিশাল ফরচুনের কোচ নাজমুল আবেদীন ফাহিম মনে করেন এভাবে বলাটা ঠিক হয়নি। ঢাকাপ্রকাশ-কে তিনি বলেন, ‘এভাবে না বলাটাই ভালো। কারণ একটি ফ্রাঞ্চাইজি কোটি কোটি টাকা ব্যয় করে দল গঠন করে। তারা ইচ্ছে করে এ জাতীয় সমস্যা তৈরি করেনি। কোনো সমস্যা থাকতেই পারে। এটা বুঝতে হবে।’
এমপি/এমএমএ/
