বিপিএল ঠিক করতে দুই মাস সময়ও নেবেন না সাকিব
২২ গজে দুরন্ত দুর্বার সাকিব বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয়। তার মাঠের ইমেজ বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজে লাগিয়ে থাকে। এবার সেই ইমেজ অন্যভাবে কাজে লাগিয়েছে গালফ ওয়েল বাংলাদেশ লিমিটেড। তারা একদিনের জন্য সাকিবকে তাদের প্রতিষ্ঠানের সিইও হিসেবে দায়িত্ব পালন করতে দিয়েছে। ডেস্কে সাকিবের নেম প্লেট। সারছেন বিভিন্ন দাপ্তরিক কাজ। একটার পর একটা ফাইল দেখে তাতে স্বাক্ষর করছেন। এই প্রতিষ্ঠানে তিনি আগে ছিলেন ব্র্যান্ড আ্যম্বাসেডর।
গালফ ওয়েলের সিইও হিসেবে দায়িত্ব পালন করা সাকিব বিসিবির সিইও হলে কী করতেন। জবাব দিলেন বিস্ফোরক। জানালেন এক থেকে দুই মাস সময় নেবেন বিপিএলের সবকিছু ঠিক করতে। তিনি বলেন, “আমাকে যদি প্রধান নির্বাহীর দায়িত্ব দেওয়া হয় বিপিএলের আমার বেশিদিন লাগবে না। আমার ধারণা এক থেকে দুই মাস লাগবে সর্বোচ্চ সবকিছু ঠিক করতে খুব বেশি হলে। দুই মাসও লাগার কথা না। দুই মাস অনেক দূরের কথা বলছি। ‘নায়ক' সিনেমা দেখেছেন না? একদিনেও অনেক কিছু করা সম্ভব। যে করতে পারে সে সব করতে পার।”
এই সময়ের মাঝে তিনি বিপিএলের প্লেয়ার্স ড্রাফট থেকে শুরু করে সব কিছুই নতুন করে করবেন বলেও জানান। সাকিব বলেন, 'সব কিছু বাদ দিয়ে আবার নতুন করে ড্রাফট হবে, অকশন হবে, ফ্রি টাইমে বিপিএল হবে। সব অধুনিক টেকনোলজি থাকবে। ব্রডকাস্ট ভালো থাকবে। হোম আ্যন্ড আ্যওয়ে ভেন্যু থাকবে।' সাকিব হতাশা নিয়ে বলেন, বিপিএল শুরু হওয়ার পর বুঝা যায় শুরু হয়েছে।'
এমপি/এসএন