পান্থকে আকাশ পথে মুম্বাই পাঠানোর সিদ্ধান্ত
আহত ঋষভ পান্থকে আকাশ পথে দেরাদুন থেকে মুম্বাই পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড অব কন্ট্রোল (বিসিসিআই)। সম্প্রতি ভয়ংকর গাড়ি দুর্ঘটনা থেকে অলৌকিকভাবে রক্ষা পান ভারতীয় ক্রিকেটার। তার বতর্মান পরিস্থিতি পর্যালোচনা ও মেডিকেল টিমের সঙ্গে আলোচনা শেষে এই সিদ্ধান্ত জানিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ।
গত ২০ ডিসেম্বর দিল্লি-দেরাদুন হাইওয়েতে সড়ক দুর্ঘটনার শিকার হোন পান্থ। চিকিৎসারত আছেন দেরাদুনের ম্যাক্স হাসপাতালে। সেখানে সুস্থ হয়ে উঠার পথেই আছেন তিনি। তবুও হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আজই (৪ জানুয়ারি) তাকে মুম্বাই নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জয় শাহ বোর্ডের কর্মকর্তাদের একটি এয়ার-অ্যাম্বুলেন্স পাঠাতে বলেছেন। যার মাধ্যমে পান্থকে মুম্বাইয়ে নিয়ে যাওয়া হবে। সেখানেই তার ডান হাঁটুর ছিড়ে যাওয়া লিগামেন্টের পরবর্তী চিকিৎসা হবে।
বলা হচ্ছে, সুস্থ হয়ে মাঠে ফিরতে কমপক্ষে ছয় মাস সময় লাগবে পান্থের। ভারতীয় কিপার-ব্যাটারের পরবর্তী চিকিৎসা হবে কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে।
বিসিসিআই মেডিকেল টিমের মতে, পান্থের কপালে দুই জায়গা কেটে গেছে। ব্যথা পেয়েছেন ডান হাতের কব্জি, গোড়ালি ও পায়ের আঙুলের। ছিঁড়ে গেছে ডান হাঁটুর লিগামেন্ট।
এসজি