বিপিএল নিয়ে রোমাঞ্চিত চামিন্দা ভাস
বিপিএলে প্রাপ্তির খাতায় অন্যতম হলো বিশ্ব মানের খেলোয়াড়দের পাশাপাশি বিশ্ব মানের কোচদের একান্ত সান্নিধ্য পাওয়া। এখানে বিশ্ব মানের কোচরা আসাতে বাংলাদেশের যে সকল ক্রিকেটার জাতীয় দলের বাইরে কিংবা কখনো জাতীয় দলে খেলেননি, এমন ক্রিকেটাররা তাদের সান্নিধ্য পেয়ে থাকেন।
এবার যেমন চামিন্দা ভাসকে পাচ্ছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ক্রিকেটাররা। চামিন্দা ভাস তার সময়ে বিশ্বের অন্যতস সেরা পেস বোলার হওয়াতে ঢাকা ডমিনেটরসের যে সকল পেস বোলাররা আছেন তারা খুব বেশি উপকৃত হবেন। এবার ঢাকায় আছেন জাতীয় দলের দুই পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
আরও আছেন আল আমিন হোসেন, মোক্তার আলী। এরা সবাই ভাসের সান্নিধ্য পেয়ে নিজেদের আরও ঝালাই করে নিতে পারবেন।
চামিন্দা ভাস শ্রীলঙ্কার হয়ে আজ প্রথম মিরপুরে নেমে পড়েন। তিনি দলের প্রধান কোচ। তারপরও দলের পেসাররা তার কাছে থেকে বাড়তি সুবিধা পাবেন। শ্রীলঙ্কার হয়ে ভাস ১১১ টেস্টে ৩৫৫ উইকেট ও ৩২২টি ওয়ানডেতে ৪০০ উইকেট নিয়েছেন।
টি-টোয়েন্টি খেলেছে মাত্র ৬টি। যার শেষ ৫টিই ছিল প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে। একটি ম্যাচ ছিল আবার বাংলাদেশের বিপক্ষে। জোহানেসবার্গে সেই ম্যচে তিনি ৪ ওভারে ১৪ রান দিয়ে নাজিমউদ্দিন ও মোহাম্মদ আশরাফুলের উইকেট পেয়েছিলেন। তার মোট উইকেট ৬টি।
ভাস টি-টোয়েন্টি ক্রিকেটে ছেড়েছেন ২০০৭ সাল। এরপর ২০০৮ সালে বিদায় জানান ওয়ানডে ক্রিকেটেকে। পরের বছর সাদা পোষাকের ক্রিকেটকে। দীর্ঘদিন ক্রিকেট ছাড়লেও সর্ম্পকচ্ছেদ করেননি। বাংলাদেশের ক্রিকেট সর্ম্পকেও তার বেশ ভালো জানাশুনা আছে। দলের দুই তুরুপের তানস তাসকিন ও শরিফুল সম্বন্ধে তার বেশ ভালো জানাশুনা।
তাসকিনকে নিয়ে তিনি বলেন, ‘সম্প্রতি তাসকিন বেশ ভাল করছে। সব কন্ডিশন ও ফরম্যাটে সে বাংলাদেশের সেরা বোলার হিসেবে নিজেকে তৈরি করেছে। এই দায়িত্বে সে ভাল করছে আত্মবিশ্বাসের সঙ্গে। পেসার হিসেবে আপনার ইনজুরি আসবেই কিন্তু এটা নিয়েই দেশের হয়ে সেরাটা চেষ্টা করে পেসাররা।
শরিফুলকে নিয়ে তার মূল্যায়ন, ‘আমি শরিফুলকে দেখেছি বাংলাদেশের হয়ে খেলতে। সে খুবই তরুন ও প্রতিভাবান পেসার। বাংলাদেশ ক্রিকেটের জন্য ওর অনেক কিছু দেওয়ার আছে। আমিও বিশ্বাসী যে ওকে নিয়ে ভাল কাজ করতে পারব যা বাংলাদেশ ক্রিকেটে ভবিষ্যতে কাজে লাগবে।’
বিপিএল নিয়ে বেশ রোমাঞ্চিত ভাস। বিপিএল নিয়েও তার বেশ ভালো জানা আছে। তিনি বলেন,‘ আমি খুবই রোমাঞ্চিত। বিশেষ করে বিপিএলের ঐতিহ্যটা জানি। বেশ অনেক বছর ধরেই হচ্ছে। এখানে আমার বিশাল অভিজ্ঞতা কাজে লাগানোর ব্যাপারে আমি আত্মবিশ্বাসী। এই জায়গাটায় আমি ভাল ভূমিকা রাখতে পারি।’
এমপি/এমএমএ/