হেনরি-অ্যাজাজে নিউজিল্যান্ডের দিন
করাচি টেস্টের প্রথম দিনে শেষবেলা জ্বলে উঠেছিল পাকিস্তানের বোলাররা। মঙ্গলবার (৩ জানুয়ারি) দ্বিতীয় দিনে তাদের সেই ছন্দ কেড়ে নিয়েছেন ম্যাট হেনরি এবং অ্যাজাজ প্যাটেল। প্রথমে অবিশ্বাস্য ব্যাটিং। এরপর বোলিংয়ে উইকেটে শিকার। এক কথায়, হেনরি-অ্যাজাজের অলরাউন্ড পারফরম্যান্সে দিনটা লেখা হলো নিউজিল্যান্ডের নামে।
টম ব্লান্ডেল এবং ইশ সোধি ব্যাটে দ্বিতীয় দিনের খেলা শুরু করে কিউইরা। প্রথম দিন শেষে তাদের সংগ্রহ ছিল ৬ উইকেটে ৩০৯ রান, যা এদিন ৪৪৯ হয় হেনরি-প্যাটেলের ব্যাটিংয়ে। দ্বিতীয় দিনে আরও ২১ রান করে টেস্ট ক্যারিয়ারের অষ্টম হাফসেঞ্চুরি তুলে নেন ব্লান্ডেল।
৫১ রান করা কিউই কিপার-ব্যাটারকে মাঠছাড়া করেন লেগস্পিনার আবরার আহমেদ। তার আগে দিনের দশম বলে সোধিকে (১১) বোল্ড করেন পেসার নাসিম শাহ। আর ব্লান্ডেলকে আউট করার পর নিজের পরের ওভারেই প্রতিপক্ষের অধিনায়ক টিম সাউদিকে (১০) স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন আবরার।
তখন ৯ উইকেটে সফরকারীদের সংগ্রহ ছিল ৩৪৫ রান। দশম উইকেটে দুর্দান্ত এক জুটিতে দলের পুঁজি ফুলিয়ে-ফাঁপিয়ে তুলেন নিউজিল্যান্ডের লেজের দুই ব্যাটার। ১৪৯ বল খেলে হেনরি ও প্যাটেল করেন ১০৪ রান। ৩৫ রান করা অ্যাজাজকে আউট করে পাকিস্তানের অস্বস্তি দূর করেন আবরার।
উইকেটের অপরপ্রান্তে হেনরি অপরাজিত ৬৮ রানে। আন্তর্জাতিক ক্রিকেটে এটাই তার সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস এবং দ্বিতীয় হাফসেঞ্চুরি। এর আগে টেস্টে ৬৬ রানের একটি ইনিংস খেলেছিলেন হেনরি। ক্রিকেটের অপর দুই ফরম্যাটে পঞ্চাশোর্ধ্ব ইনিংস নেই তার।
এরপর বোলিংয়ে পাকিস্তানের বিপদ বাড়ান হেনরি-অ্যাজাজ। প্রথমে আবদুল্লাহ শফিককে অ্যাজাজের ক্যাচ বানান হেনরি। এরপর বোলিংয়ে এসে শান মাসুদের উইকেট তুলে নেন প্যাটেল। তাতে প্রথম ১১ ওভারে ৫৬ রানে জোড়া উইকেট হারায় স্বাগতিকরা। শফিক ১৯ এবং মাসুদ ২০ রানে প্যাভিলিয়নের পথ ধরেন।
দিনের তৃতীয় সেশনে দলের বিপদ বাড়ান বাবর আজম। দৌড়ে তিন রান নেওয়ার লোভ সামলাতে পারেননি পাকিস্তান অধিনায়ক। এরই চড়া মূল্য দেন রান আউট হয়ে। দলীয় ৯৯ এবং ব্যক্তিগত ২৪ রানে সাজঘরের পথ ধরেন বাবর। তখন ব্যাটিং ধসের যে আশঙ্কা জেগেছিল স্বাগতিক শিবিরে সেটা উড়িয়ে দেন ইমাম ও শাকিল।
করাচি ন্যাশনাল স্টেডিয়ামে শেষ বিকালটা দারুণভাবে সামলে নেন তারা। ১৩৮ বলে দুজনের ৫৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষ করে পাকিস্তান। তাদের সংগ্রহ ৩ উইকেটে ১৫৪ রান। ২৯৭ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করবে স্বাগতিকরা। ইমাম ৭৪ এবং শাকিল ১৩ রানে অপরাজিত আছেন।
এমএমএ/