দলের জার্সি ছাড়া অনুশীলন, সুজন বললেন ফ্রাঞ্চাইজিদের গাফলতি
বিপিএলের নবম আসর যে জানুয়ারি মাসের ৬ তারিখ মাঠে গড়াবে, তা আয়োজকদের পক্ষ থেকে অনেক আগেই জানানো হয়েছে। কোনো কোনো ফ্রাঞ্চিইজি খেলবে তাও চূড়ান্ত হয়েছে বেশ আগেই। প্লেয়ার্স ড্রাফটও হয়েছে ২৩ নভেম্বর।
দলগুলো সব অনুশীলনও শুরু করেছে নতুন বছরের প্রথম তারিখ থেকে। কিন্তু মাঠে গড়ানোর ৩ দিন আগেও একাধিক দল এখনো তাদের খেলোয়াড়দের অনুশীলনের জার্সি সরবরাহ করতে পারেনি।
এমন দলের সংখ্যা দুইটি। একটি খুলনা টাইগার্স,অপরটি বরিশাল ফরচুন। যে কারণে অনুশীলনে এই দুই দলের ক্রিকেটাররা এক একজন এক এক রকমের জার্সি পড়ে অনুশীলন করছেন। বিষয়টিকে ফ্রাঞ্চাইজিদের ‘গাফলতি’ বলে মনে করেন খুলনা টাইগার্সের কোচ খালেদ মাহমুদ সুজন, যিনি আবার বিসিবির পরিচালকও।
মঙ্গলবার (৩ জানুয়ারি) তিনি মিরপুরে সাংবাদিকদের বলেন, ‘দৃষ্টিকটু লাগে। এজন্য ফ্রাঞ্চাইজিদের আরেকটু সক্রিয় হওয়া উচিত। ট্যাকটিক হওয়া উচিত। কারণ তারা খেলছেন তারা জানেন। এখানে হয়তো একটু ওনাদের গাফিলতি থেকে যাচ্ছে। এটা দেরি করে হচ্ছে। আবার যিনি কাপড় বানাচ্ছেন উনার একার পক্ষে হয়তো একসঙ্গে এত জনের পোশাক বানানো সম্ভবও না। সুতরাং আগে আসলে আরও ইজি হতো। এটা অবশ্যই এখন দৃষ্টিকটু। অনেক টিমই দলের ড্রেস দিয়েছে। যেটা বাংলাদেশের নিয়ম, খেলার আগে সব ঠিক হয়ে যায়। ঠিক এখানেও তা ঠিক হয়ে যাবে।’
এমপি/এমএমএ/