বিপিএল দিয়ে মাঠে ফিরছেন তামিম
আর্ন্তজাতিক ক্রিকেটে তামিম ইকবাল মাঠে নেই প্রায় ৪ মাস। সর্বশেষ ম্যাচ খেলেছিলেন ৮ আগস্ট জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে।
এরপর ঘরের মাঠে ইনজুরির কারণে খেলা হয়নি ভারতের বিপক্ষ সিরিজ। তবে এর আগে তিনি ঘরোয়া ক্রিকেটে বিসিএল খেলেছিলেন। পূর্বাঞ্চলের হয়ে উত্তরাঞ্চলের বিপক্ষে ৪ দিনের ম্যাচে মাঠে নেমেছিলেন ২২ নভেম্বর। এরপরই কুচকির ইনজুরির কারণে তিনি ছিলেন মাঠের বাইরে।
এবার বিপিএলের নবম আসরে খুলনা টাইগার্সের হয়ে প্রথম ম্যাচ থেকেই তিনি থাকবেন মাঠে। তামিমের মাঠে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন দলের কোচ খালেদ মাহমুদ সুজন।
মঙ্গলবার (৩ জানুয়ারি) তিনি মিরপুরে সাংবাদিকদেন বলেন, ‘ভেরি ওয়েল। চম্পকাকে নিয়ে ব্যাংককে গেল। এরপর একটা ইনজুরিতে ছিল। নেটে ভালো ব্যাটিং করেছে গত দু’দিন। আমিও বলেছি ওকে একটু ধীর গতিতে এগুতে। যেহেতু আমাদের খেলা ৭ তারিখে।’
আজ মাত্র ৩ তারিখ। আমরা কাল (বুধবার) একটা অনুশীলন ম্যাচ খেলব। হয়তো তামিম ওখানে কিছুক্ষণ ব্যাটিং করবে। হি ইজ ফিট। রেডি টু গো।’
এমপি/এমএমএ/