অপেক্ষার অবসান ঘটিয়ে ভারত দলে বুমরাহ
লম্বা সময় ধরে মাঠের বাইরে জাসপ্রিত বুমরাহ। আরও নির্দিষ্ট করে বললে, ২০২২ সালের সেপ্টেম্বর থেকে। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে ভারত দলে ফিরলেন তারকা পেসার।
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াডে তাকে অন্তুর্ভুক্ত করার ঘোষণা দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড অব কন্ট্রোল (বিসিসিআই)।
সবশেষ দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভারতের জার্সি গায়ে দেখা গেছে বুমরাহকে। চোটের কারণে মিস করেন টি-টোয়েন্টি বিশ্বকাপ। এনসিএ দ্বারা ফিট ঘোষণার আগে পুনর্বাসনে দীর্ঘ সময় কাটাতে হয়েছে তাকে।
শ্রীলঙ্কা সিরিজের দলে ইতোমধ্যেই মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমরান মালিক এবং আর্শদীপ সিংকে রেখেছে ভারত। গৌহাটিতে ওয়ানডে সিরিজটি শুরু হবে ১০ জানুয়ারি। তার আগে বুমরাহ’র ফেরা সিনিয়র দলের জন্য সময়োপযোগী উৎসাহ। কারণ, আগামী মাসে বর্ডার-গাভাস্কার ট্রফির জন্য ভারত সফর করবে অস্ট্রেলিয়া।
শ্রীলঙ্কা সিরিজের জন্য ভারতের ওয়ানডে দল
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়ার আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), ইশান কিশান, হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, যজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমরান মালিক এবং আর্শদীপ সিং।
এমএমএ/