দর্শক ফেরাতে মাঠে বিনামূল্যে প্রবেশের ঘোষণা পিসিবির

এশিয়ায় ক্রিকেটের জনপ্রিয়তা তুঙ্গে। বিশেষ করে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে। কিন্তু সম্প্রতি সময়ে পাকিস্তানে ক্রিকেট মাঠ বিমুখ ভক্তরা।
জাতীয় দলের ম্যাচও স্টেডিয়ামে ভেড়াতে পারছে না আশানুরূপ সংখ্যক সমর্থক। তাই দর্শক ফেরাতে মাঠে বিনামূল্যে প্রবেশের ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পাকিস্তান সবশেষ টেস্ট খেলেছে করাচি ন্যাশনাল স্টেডিয়ামে। ২৬-৩০ ডিসেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে ড্র হওয়া ম্যাচ দিয়ে বছর শেষ করেন বাবর আজমরা। পাঁচ দিনে গড়ানো লড়াইয়ে মাঠে দর্শকদের উপস্থিতি ছিল হতাশাজনক। আগামীকাল একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে দুই দল।
ম্যাচটিতে টিকিট ছাড়াই প্রবেশ করতে পারবে পাকিস্তানের ক্রিকেটপ্রেমিরা। পিসিবি আনুষ্ঠানিক এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছে এ তথ্য। এমনকি স্টেডিয়ামে প্রবেশের সুবিধার্থে ন্যাশনাল ব্যাঙ্ক ক্রিকেট অ্যারেনা এবং নওয়াজ পার্কিং এলাকার মধ্যে বিশেষ গাড়ির ব্যবস্থাও করেছে পাকিস্তান বোর্ড।
এমএমএ/
